নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাই এখন বলতেই পারি বেকার জীবন শুরু হয়ে গেছে ।

মোঃ এনামুল হক রাকিব

আমি এখনো বেকার

মোঃ এনামুল হক রাকিব › বিস্তারিত পোস্টঃ

খোলা দরজা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪

দরজাটা খোলাই ছিল
কিন্তু কেউ আসে নি
না এসে ছিল সৌভাগ্য
কেউ উঁকি দিয়েও দেখে নি
কেন দরজা খোলা ?
কেউ কি নেই ঘরেতে ?
কারোর মনেই নেই
এ ঘর নিয়ে কোন কৌতূহল ।
অথচ আমি সেই কবে থেকে
বসে আছি একা ,
কেউ আসবে সে আশায়
কেউ এসে জিজ্ঞেস করবে
" কেউ কি আছেন ?"
এই আশায়
প্রতিনিয়ত স্বপ্ন গড়ছি
স্বপ্ন ভাঙছি,
আবার নতুন করে স্বপ্ন বুনছি
আবার ভাঙছি আবার গড়ছি
এটাই আমার প্রাত্যহিক কাজ ।
আমি একা বসে আছি
আমার সেই প্রিয় ঘরে
দরজাটা খোলাই ছিল
এখনো খোলা আছে
সেই দরজাটা ।
অথচ দরজাটার ওপাশে
কেউ নেই
কখনো কেউ ছিলো না
কেউ আসবে কিনা জানি না
তবে আশায় বসে আছি
দরজাটা খোলা রেখে
কেউ আসবে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: আশা নিয়েই মানুষের জীবন।
কিংবা জীবন জীবিত থাকে আশার মধ্যে।

সুন্দর, ছিমছাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্বপ্ন জন্ম দেবে নতুন স্বপ্নের। শুভকামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: শুভকামনা আপনার জন্যেও

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আশা আর স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছি। জানি, একদিন এ ঘরে কেউ আসবে। দরজা ভেতর থেকে বন্ধ করবে। স্বপ্ন পূর্ণ হবার সময় ঘনিয়ে আসছে। এ আশায় নতুন করে বেঁচে থাকুন কবি। পাঠ করে বেশ ভালো লাগলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২

মোঃ এনামুল হক রাকিব বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.