![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি মানুষ হবো
ভুলে যাব সকালের দ্বিতীয় ঘুমের কথা ।
ভুলে যাব গলির মোড়ে দাঁড়িয়ে
আড্ডা দেওয়ার কথা ,
ভুলে যাব টং দোকানে চা খেতে খেতে
গলা ছেড়ে গান গাওয়ার কথা ।
একদিন আমি মানুষ হবো
ভুলে যাব রাত বিরাতে
নিরুদ্দেশ হেঁটে বেড়ানোর কথা ।
ভুলে যাব ভাগাভাগি করে
সিংগাড়া,চমুচা, পুরি ইত্যাদির
বিল দেওয়ার কথা ।
একদিন আমি মানুষ হবো
ভুলে যাব ক্যাম্পাসের মাঠে
সকাল থেকে বিকাল খেলার কথা,
ভুলে যাব ক্যাম্পাস এলাকায়
চষে বেড়ানোর কথা,
ভুলে যাব ক্যাম্পাসের
ফলের গাছ ফাঁকা করার কথা ।
একদিন আমি মানুষ হবো
ভুলে যাব রাস্তাঘাটে প্রেমিকযুগলের
প্রেম করা দেখে আফসোসের কথা ,
ভুলে যাব রাত জেগে
নাটক সিনেমা দেখার কথা ।
একদিন আমি মানুষ হবো
ভুলে যাব এই বেকার সময়ের
মানুষের খোঁচানো বাক্যগুলোর কথা
মানুষের বাঁকাদৃষ্টির কথা
কিছু বন্ধু নামের শত্রুর
আচরণের কথা ।
একদিন আমি মানুষ হবো
এটাই হলো সত্য কথা
ভুলে যাব সব অপ্রাপ্তির কথা
তবে মনে থাকবে
সব প্রাপ্তির কথা ।
২| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব ভুলতে যাবেন কেন । স্মৃতি রোমন্থণ করেও মানুষ হওয়া যায়
৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
চারিদিকে অমানুষ। অমানুষদের ভিড়ে মানুষ হয়ে কি করবেন?
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩
রক্ত দান বলেছেন: আপনার ইচ্ছা পূর্ণ হোক।