![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি, তা-ই বলি আর যা দেখি না, তা বলার চেষ্টাও করি না।।
মেয়েদের সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তারপরও আজ কিছু লিখলাম তাদের ব্যাপারে, যা আমার নজরে এসেছে।
কিছু মেয়ে আছে যাদের গায়ের রং কালো, মুখের আকার তাদের মন মত নয়।
তারা এই ভেবে কষ্ট পায় যে, তাদের দিকে কেউ তাকায় না, কিংবা তাকালেও মুখ ফিরিয়ে নেয়।
আরেক ধরনের মেয়ে আছে যারা পরিবারের জন্য, অথবা, নিজেদের অনিচ্ছায় বোরকা পরিধান করে, যাতে তাদের সৌন্দর্য কোনো পুরুষ মানুষ দেখতে না পারে।
এই দুই ধরনের মেয়েরা সেই মেয়েদের দেখে আফসোস করে, নিজেদের জীবনকে ঘৃনা করে,
যারা নিজেদের বাহ্যিক সৌন্দর্য উপস্থাপন করতে ব্যস্ত।
আমি বলবো, সেই মেয়েরা ভাগ্যবান যাদের কথা আমি প্রথমে বললাম (কম সুন্দর আর বোরকা পরা)।
কারণ, তারা গুনাহের কাছ থেকে দূরে থাকছে।
আমি বলবো, আপনারা কষ্ট পাবেন না। খুশি থাকুন এই ভেবে যে, আপনি পরকালে এর পুরস্কার অবশ্যই পাবেন।।
আর একটি কথা, নিজেদের মনটাকে সুন্দর করুন, সুন্দর রাখার চেষ্টা করুন।
©somewhere in net ltd.