![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
.
.
.
.
.
১ম - আবুল কাশেম -টাকার পরিমান ১.৫ বিলিয়ন ইউ এস ডলার।
২য় - মুসা বিন শামসের - টাকার পরিমান ১.৫ বিলিয়ন ইউ এস ডলার।
৩য় - শামসুদ্দিন খান - টাকার পরিমান ১ বিলিয়ন ইউ এস ডলার।
৪র্থ - তারেক রহমান - টাকার পরিমান১ বিলিয়ন ইউ এস ডলার।
৫ম - সাইদ ইসকান্দার - টাকার পরিমান ১ বিলিয়ন ইউ এস ডলার।
৬ ষ্ঠ - আহমেদ আকবর সোবহান - টাকার পরিমান ৫০০ মিলিয়ন ইউ এস ডলার।
৭ম - গিয়াসুদ্দীন আল মামুন- টাকার পরিমান ৪০০ মিলিয়ন ইউ এস ডলার।
৮ম - শাহরীন ইসলাম তুহিন - টাকার পরিমান ৩০০ মিলিয়ন ইউ এস ডলার।
৯ম - রাগিব আলী - টাকার পরিমান ২৫০ মিলিয়ন ইউ এস ডলার।
১০ম - ইকবাল আহমেদ - টাকার পরিমান ২৫০ মিলিয়ন ইউ এস ডলার।
১১তম - নাজমূল হুদা - টাকার পরিমান২৫০ মিলিয়ন ইউ এস ডলার।
(দা ইকোনোমিষ্ট ও ফোর্বস এর প্রতিবেদনে তালিকার নাম ও টাকার পরিমানে সামান্য এদিক-সেদিক আছে)
আরো মজার ব্যাপার হল, বাংলাদেশের শীর্ষ ১১৫ ধনীর ৭৬
জনই রাজনীতিবিদ (আমাদের টাকায় ধনী)।
কোন দেশে বাস করি আমরা!!!!!!!!!!!!!!!
২| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
নষ্ট ছেলে বলেছেন: টপ টেনে সালমান এফ রহমান আর আজিজ খানের নাম না থাকলে ক্যামনে?
বসুন্ধরার মালিক সোবহানের নাম তো আরো উপরে থাকার কথা! হালার ব্যবসার তো অভাব নাই।
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রাকীব হাসান বলেছেন: বুলু সাহেবই নাই টপ ১০ এ আর সালমান এফ রহমানতো চুনোপুটি ।
তয় ১,২,৩ নাম্বারগুলানরে চিন্বার মন্চায়.
৩| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
খাটাস বলেছেন: আমরা আদার বেপারি জাহাজের খবর নিতে ভয় পাই। শীর্ষ গরিবের তালিকা করেন। মাঞ্জা মাইরা ছবি তোলার জন্য একটা পোজ দেই।
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
রাকীব হাসান বলেছেন: আমি আপনি দিয়া শুরু করেন , তারপর দেখেন লাইন কারে কয় ।
৪| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: তারেক ভাই তাইলে ৪ নাম্বারে , মুই বেফুক বেদনা অনুভব কইরছি
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
রাকীব হাসান বলেছেন: হুম ,, ১ নম্বর হয়া উচিত ছিল, জানাশুনার মাঝে একজন থাকত .
তয় ১,২,৩ নাম্বারগুলানরে চিন্বার মন্চায়.
৫| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মোহাম্মদ হারুন বলেছেন: তারেক রহমান এত্ত টাকা পাইলো কোথায়?
২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৫২
রাকীব হাসান বলেছেন: আপনার / আমার কাছ থেইক্কা
তয় ১,২,৩ নাম্বারগুলানরে চিন্বার মন্চায়.
৬| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
হেল্পফুল হাব বলেছেন: আচ্ছা এটা তো হলো ধনী ব্যক্তি আর বিশ্বের সব থেকে গরীব ব্যক্তির তালিকা পেলে এখানে জানায়েন।
৭| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
নবকবি বলেছেন: ইকোনোমিস্ট আর ফোবর্সের লিংক দেন।
২৭ শে জুন, ২০১৩ রাত ৮:০০
রাকীব হাসান বলেছেন: গুগল মামারে বিরক্ত করেন,, কাম হইবই ..
৮| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
খেয়া ঘাট বলেছেন: খাটাস বলেছেন: আমরা আদার বেপারি জাহাজের খবর নিতে ভয় পাই। শীর্ষ গরিবের তালিকা করেন। মাঞ্জা মাইরা ছবি তোলার জন্য একটা পোজ দেই
কমেন্টে একগুচ্ছ +++++++++++++++++++++++++++++++++++++
৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩২
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: তারেক চোরায় ধনী জানতাম, কিন্তু এত ধনী জানতাম না। বেক্কল হইয়া গেছি। বসুন্ধরার মালিকে এত বছর ব্যাবসা কইরাও যা পারে নাই, তারেক চুরা পাচ বছরেই তার ডাবল কইরা ফালাইছে। তারেক চুরা জিন্দাবাদ।
২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪১
রাকীব হাসান বলেছেন: জিনদা বাদ
১০| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩
নষ্ট ছেলে বলেছেন: আমার জানা মতে মুসা বিন শমসের এক নম্বরে থাকার কথা। এখানে মুসা বিন শমসের সম্পর্কে কিছু তথ্য আছে।
মুসা বিন শমসেরের আরেকটা পরিচয় হচ্ছে উনি প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই শেখ সেলিমের বেয়াই। মুসা বিন শমসের ৭১-এ রাজাকার ছিল এমন অভিযোগও আছে।
১১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪২
দূর্গমগিরি বলেছেন: তালিকা হাল নাগাদ হয় নি , অপেক্ষা করুন নতুন লিস্ট পাবেন , এখন চোখ চরকগাছে উঠে, নতুন লিস্ট পেলে চোখ আসমানে উঠে যাবে ।
১২| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯
আর.হক বলেছেন: আমার নামটা এড করা যায় কিনা একটা দেখবেন?
১৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:০১
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: আমার নাম টা তো দেখবার পারতাসিনা। কুন মিস্টেক হইসে নাকি?
১৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:০৪
সুইট টর্চার বলেছেন: হাম্বা, এইটা কেমন লিস্ট দিলা জয় বাবাজীর নাম নাই? হেতের কি কোন মান সন্মান নাই? ওহ বুঝছি লিষ্ট তাহলে আরেকটা বানাইতে হইবো.........
১৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:২২
মাসুম আহমদ ১৪ বলেছেন: তারেক আর সাইদ ইসকান্দর এত ধনী হইলো কেমনে
১৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৩০
নীল জানালা বলেছেন: বল্গারগো মইধ্যে সবচে ধনী কেডা? আমার পকেটে এইমুহুর্তে দুইডা দুইটেকার লোট আছে। কার কত আছে জানান দেখি! শীর্ষ ধনী ব্লগার বাছাই চলতাসে। আপাতত আমিই শীর্ষ ধনী।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
রাকীব হাসান বলেছেন: ৪,৫,৬,৭,৮,১১ নাম্বারগুলানরে জানা শুনা মনে হইতাছে, তয় বাকীগুলানরে চিন্বার মন্চায় .