![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই বলেন যে পার্শ্ববর্তী দেশ ভারতেও কোটা আছে,আমাদের
এখানে থাকলে দোষ কি? কিন্তু তারা হয়ত জানেন না বা জানলেও এরিয়ে যান
ভারতের কোটা সিস্টেমের চমৎকার কিছু দিক। বাংলাদেশ আর ভারতের
কোটা সিস্টেমের পার্থক্যটা তারা বলতে চান না ।তাই আসুন
জেনে নিই কি কারনে ভারতের কোটা সিস্তেমকে চমৎকার বললাম --
যে জনগোষ্ঠী ভারতে কোনও কোঁটার আওতায় পরবে তাদের জন্য অবশ্যই পালনিয় কিছু শর্ত রয়েছেঃ
১, কোনও পরিবার মাত্র একবারই কোটা ব্যবহার করতে পারবে অর্থাৎ কোনও
পরিবারে একাধিক ভাই বোন থাকলে তাদের একজন কোটায় কোনও
সরকারী চাকরি পেলে ওই পরিবারের বাকি সদস্য কোনদিনই আর কোটা পাবে না।
২, কোনও পরিবারে ডাক্তার, প্রকৌশলী, সরকারি চাকরি জীবী থাকলে ওই পরিবার কোটা পাবে না।
৩, যিনি কোঁটার জন্য আবেদন করতে চান তাকে শুধু ওই কোঁটার
জন্যই বিবেচনা করা হবে , কোটায় চাকরি না পেলে ওই ব্যক্তি ওই নিয়োগ
পরীক্ষায় আর সাধারন কোঁটার জন্য বিবেচিত হবেন না।
৪, একবার কেউ কোটায় চাকরি পেলে আর কোনও সরকারি পরীক্ষায় তিনি ওই কোটায় আবেদন করতে পারবেন না অর্থাৎ এরপর তাকে সবসময় শুধুমাত্র সাধারন মেধা কোটায় আবেদন করতে হবে।
৫, প্রতি দুই বছর পর পর স্থায়ী কমিশনের মাধ্যমে বাস্তব অবস্থার প্রেক্ষিতে(পিছিয়ে পরা জনগোষ্ঠী কততা এগিয়েছে বা পিছয়েছে বা নতুন কোনও জনগোষ্ঠী কোটা সুবিধার আওতায় আসবে কিনা বা বর্তমান কোনও
জনগোষ্ঠীকে বাদ দিতে হবে কিনা) কোটা পুনরবিন্যাস করা হয়।
২| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মোঃ_হাসান_আরিফ বলেছেন: পুরাই অস্থির
Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মৃত্যুঞ্জয় বলেছেন: সুন্দর সুন্দর