![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোবিন্দ হালদারের দায়িত্ব নাও বাংলাদেশ শিরোনামে একটি পোষ্ট ....
আর আজকের পোষ্ট
প্রখ্যাত সুরকার, গীতিকার গোবিন্দ হালদার আর নেই। শনিবার বেলা পৌনে ৯টার দিকে কলকাতার মানিকতলা জেএম রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি অসুস্থতায় ভুগছিলেন। গোবিন্দ হালদার একজন বাঙালি গীতিকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানসমূহ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো। মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, লেফট রাইট লেফট রাইট, হুঁশিয়ার হুঁশিয়ার, পদ্মা মেঘনা যমুনা, চলো বীর সৈনিক, হুঁশিয়ার, হুঁশিয়ার বাংলার মাটি অন্যতম।[১] তিনি ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন। আয়কর বিভাগে কর্মরত অবস্থায় বন্ধু কামাল আহমেদের অনুপ্রেরণায় এবং উৎসাহে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর গান রচনা করেন। কামাল আহমেদ তাকে স্বাধীন বাংলা বেতারের কর্ণধার কামাল লোহানীর সাথে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে ১৫টি গানের একটি খাতা দেন। এ গানগুলোর মধ্যে স্বাধীন বেতারে প্রথম প্রচারিত হয় সমর দাসের সুরারোপিত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই তার আরও কিছু গান স্বাধীন বেতারে সম্প্রচারিত হয়। পাক বাহিনীর আত্মসমর্থনের খবর পাওয়ার পরপরই সন্ধ্যায় ১৬ই ডিসেম্বর প্রচারিত হয় এক সাগর রক্তের বিনিময়ে গানটি যা সুর দিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী আপেল মাহমুদ এবং মূল কণ্ঠ দিয়েছিলেন স্বপ্না রায়। আরও কণ্ঠ দিয়েছিলেন আপেল মাহমুদ এবং সহশিল্পীরা।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮
নীলপরি বলেছেন: আমি ভারতের । তাঁর কথা জানতাম না । জানা উচিত ছিল আমার । ধন্যবাদ আপনাকে জানানোর জন্য ।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
বিদ্রোহী বাঙালি বলেছেন: বিনম্র শ্রদ্ধাঞ্জলি রইলো তাঁর জন্য। বাঙালীর হৃদয়ে চির অম্লান থাকবে এই গুণী গীতিকার।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: গোবিন্দ হালদার চিরজীবী হোক