![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে দশ বছর আগে ২০০৫ সালে যাত্রা শুরু সামহোয়্যার ইন ব্লগের। এই ব্লগ ওয়েব সাইটের প্রধান নির্বাহী কর্মকতা এবং একজন প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা।
তিনি এবং তার স্বামী আরিল ক্লোক্কেরহোগ মিলে গড়ে তোলেন এই ব্লগ সাইটটি।
ব্লগের শুরু, এরপর তার প্রতিষ্ঠা পাওয়া কিংবা একে ঘিরে বিতর্ক-নানা বিষয়ে বিবিসির সাথে খোলামেলা কথা বলেছেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা।
আলাপে উঠে এসেছে শাহবাগ আন্দোলন বা ব্লগারদের নিরাপত্তা প্রসঙ্গ।
এই লিংকে
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩
তপ্ত সীসা বলেছেন:
ভৃগু ভাই, ব্লগের প্রতিষ্ঠাতা হইতে পারেন, কিন্তু ব্যক্তিগত মত আর ধ্যান ধারনার বাইরে কেউই না।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
এসব আদালতের প্রমান লাগে নাকি?
হত্যাকারিরা দু বছর জাবত ফলো করে হুমকি দিচ্ছিল
হত্যার আগে মিটিংও করে।
হত্যা সংগঠিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে উল্লাশ প্রকাশ করে স্ট্যাটাস দেয়।
আর কত রক্ত ঝরলে এদের উপলব্ধি হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সম্মাননায়-অভিনন্দন জানাকে। এবং সামুর সকল সংশ্লিষ্টদেরও
খুব মনোযাগ দিয়ে শুনলাম।
দারুন বলেছেন। শুধু বিচারাধীন অপ্রমানীত ইস্যু (অভিজিত) নিয়ে সরাসরি ইসলামিষ্টদের দোষ দেওয়াটা কেমন খটকা লাগল!
সে যাক এটা উনার ব্যক্তিগত বিশ্বাস। তবে এইরকম আন্তর্জাতিক অঙ্গনে অভযোগের আঙুল উটালে তা যে সারা দেশের আপামন সাধারন মুসলমানদের উপরও মিথ্যা অভিযোগ এবং কষ্টের কারণ হয় তা মাথায় থাকলে ভাল হতো।
আর কে জানে হয়তো আল্টিমেটলি একসময় এই রেফারেন্সই হয়ে উঠবে অথেনটিসিটর ব্যারোমিটার!
যা জাতিগত ভাবে দেশের এবং দেশের বিশ্বাসীদের একটা কলংকের তিলক পড়িয়ে রাখবে।
আদালতে প্রমাণ হলে দোষী হলে আমরাও তার শাস্তি চাই। কিন্তু মিডিয়া ট্রায়ালে যেভাবে ইসলাম এবং মুসলিমদের দিকে তীর মারা হচ্ছে - একজান খুব সাধারন মুসলমান হিসেবে শংকিত বোধ করি।