নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

একমাত্র অনুসারী

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৭

যখন থেকে বুঝতে শিখেছি, দেখেছি
একজন খুব কাছ থেকে দেখছে
আমার প্রতি ধাপ পথ চলায়
একটু এগোনয় কিংবা পেছানোয়
আমার প্রতিটা পদক্ষেপে, আমার
বিশ্বস্ত এবং একমাত্র অনুসারী

আমি যখন কষ্ট চেপে চলতে থাকি
আমার পাশে, নিরবেই হাটতে থাকে
আমার আনন্দ বা উৎফুল্লতায়
সময়টাকে সাথে নিয়েই হাসতে থাকে

দিনের আলোয় ঝলমলে উজ্বল
কখনো সামনে, কখনো থাকে পাশে
আবার কখনো একটু পেছনে আসে।
হঠাৎ সন্ধ্যা বেলা, দেখি নেই ধারে কাছে
মনটা বিষন্ন, অদ্ভুত কষ্ট বুকে চেপেই
এগিয়ে যাচ্ছি অন্ধকার রাস্তায়, আলো জ্বলতেই
সাথেই আছে সে আমার, চরম বিশ্বস্ততায়
পরম বন্ধু, নিরব সংগি, একান্ত পথ চলায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

আরাফআহনাফ বলেছেন: ছায়া বুঝি?
আপন ছায়া ?

ভালো থাকুন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

রাকিব সামছ বলেছেন: ভাই আপনি ঠিকই বলেছেন। আমি সবসময় ভাল থাকি, আপনিও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.