![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।
শুনেছি মাঘের শীত, বাঘেও ডরায়
১১ ডিগ্রী তাপমাত্রায় কথাও হারায়।
ঠাণ্ডা ভোরেও মানুষ কাজ করে যায়
ঝাড়ু হাতে তারা, রাস্তার ময়লা সরায়।
জীবনের পুরোটা এভাবেই কেটে যায়—
এই কঠিন কাজের সম্মান, তারা কী পায়?
©somewhere in net ltd.