![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।
হারানো সময় ফিরে পেতে, কি বা করতে পারি?
অনেকক্ষন খুজে, পেলাম পুরোন প্রিয় সে ঘড়ি।
তাকিয়ে দেখি বাজছে, বারোটা এগারো
থেমেছে ঘড়ি, ভেবেছিলো চলবে আবারো..
সময় গিয়েছে অনেক, করা হয়নিতো মেরামত
ঠাই হয়েছে, ড্রয়ারের কোনে, হারিয়েছে সুরত
কত স্মৃতি! কত ঘটনার সাক্ষ্য করছে বহন
হয়নি বলা মনের কথা, অব্যক্ত থেকেছে বেদন
কত ভাল লাগা, ঝগড়া বিবাদে পাশেই থেকেছে-
টিক টিক করে জানিয়েছে আমায়, সাথেই আছে,
আজ আবার হাতে নিয়ে পুরোন অচল ঘড়ি
মনে হলো, পুরোন সময় এলো কি আবার ফিরি?
©somewhere in net ltd.