নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

হারাবে না তোমরা--

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

অনেক কিছু অজানা থেকে যায়, অনেক কিছুই জানা হবে না হয়তো! আমাদের দেশে ঘটে যাওয়া অনেক ঘটনার মতই এসব চাপা পরে থাকবে বছরের পর বছর। ফেব্রুয়ারি মানেই ভাষার মাস, সংগ্রামের মাস, নিজের নিজত্ব কে ছিনিয়ে আনা বন্দুক আর শাসকের নৃশংসতার সামনে থেকে। ছাত্র জনতার দুঃসাহস আর এগিয়ে যাবার মাস।
আবার এই ফেব্রুয়ারি মানেই একদল অসম্ভব সাহসী, প্রশিক্ষণপ্রাপ্ত বীর, দেশ প্রেমিক সেনানীদের নিরস্ত্র অবস্থায়, কিছু দিকবিভ্রান্ত, বিবেক বর্জিত বিডআর সদস্যের, দেশপ্রেম, নীতি সব ভুলে, কলংকিত ইতিহাস রচনার প্রলোভন।
আমরা হারিয়েছি সূর্য সন্তানদের, হারিয়েছি আমাদের বীরদের। তাদের পদে এসেছে নতুন অফিসার, কিন্তু তাদের চেয়ারগুলো কি আজো কেদে ফিরছে না?? পুরোনোদের কথা মনে করে? আমাদের চোখে পানি আছে কি নেই? বড় বিষয় না। আমরা তাদের যথাযোগ্য সম্মান দিয়েছি কিনা? তাদের পরিবার আর আত্মিয়দের পাশে এই খারাপ সময়ে দাড়িয়েছি কিনা, সেটাই বড় কথা। যে মা-বাবা হারিয়েছে তার প্রানপ্রিয় সন্তানকে, যে স্ত্রী হারিয়েছে তার ভালবাসার মানুষকে কিম্বা যে সন্তান হারিয়েছে তার বাবাকে, তাদের কি বলে সান্তনা দেব আমরা? কোন ভাষা নেই আমাদের, এই ভাষার মাসেও।
হারাবে না তোমরা, এই বাংলায় তোমরা বেঁচে থাকবে সবসময়, প্রকাশে কিম্বা অপ্রকাশে।।
যে নির্দ্বিধায় মারতে পারে হাজারো শত্রু, সেই যোদ্ধার চোখেও পানি দেখে নিজেকে সামলানো কতোটা কঠিন? বার বার দেখি আর চোখ ভিজে উঠে। আল্লাহ তোমাদের ভাল রেখেছেন এই বিশ্বাস রাখি সবসময়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আল্লাহ তোমাদের ভাল রেখেছেন এই বিশ্বাস রাখি সবসময়। প্রার্থনা রইলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

রাকিব সামছ বলেছেন: আমরা সাধারন মানুষ দোয়ার চেয়ে বেশি আর কি করতে পারি? ধন্যবাদ .।.।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.