নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

হয় প্রতিঘাত করুন নয়তো প্রতিবাদ করুন!

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

শুধুই আজকের দিন নয়, প্রতিটি দিন হোক আমাদের মা, বউ, বোন, মেয়ে, বন্ধু এবং সকল মেয়েদের। সবসময় সম্মান করবো প্রত্যেক নারীকে। সে মা ই হোক কিম্বা কাজের মেয়ে।
মানসিক নির্যাতন ঠেকাতে অনেক কিছু বদলাতে হবে- আমাদের পরিবেশ, মানসিকতা, শিক্ষা ব্যবস্থা, সামাজিক রীতি, পারিবারিক শিক্ষা। কিন্তু শারীরিক নির্যাতন ঠেকাতে শুধুই নিজেকে বদলালেই যথেষ্ট।
এখন থেকে নিজেকে বদলাতে চেষ্টা শুরু করি, আর পরবর্তী প্রজন্মের ভিত্তিটাকেই বদলাতে কাজ শুরু করে দিয়েই নারীদের সম্মান জানাতে চাই। আমার ছেলেরা যাতে আমার চাইতে ভাল হয় আর নারীদের সাথে আমার চাইতেও ভাল, স্বাভাবিক ব্যবহার করতে শেখে সেই শিক্ষা এখন থেকেই দিতে চাই।
মানসিক নির্যাতন বন্ধের কথা সহজে বলতে পারছিনা, তবে শারীরিক নির্যাতন বন্ধের উপায়.. চুপ করে থাকবেন না। হয় প্রতিঘাত করুন নয়তো প্রতিবাদ করুন! আজ বন্ধ না হলেও একসময় হয়তো হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭

বিজন রয় বলেছেন: হয় প্রতিঘাত করুন নয়তো প্রতিবাদ করুন!
সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.