নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিতা কে আর কতবার ধর্ষন করবো আমরা???

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৯

কাল তনু কে নিয়ে লিখতে গিয়ে খেলাও একসময় আনন্দহীন মনে হচ্ছিলো। লিখে মনে হলো যাক মনের ঘৃনাতো প্রকাশ করতে পারলাম। একটা ট্যাগ দিলাম #JusticeforTonu ফেসবুকে। এখানে গিয়ে যা দেখলাম, অবাক না ধিক্কার জানাতে ইচ্ছে করলো আবার। আমার মতো অনেকেই তাদের একাত্মতা প্রকাশ করেছে জাস্টিস ফর তনু এর সাথে। কিন্তু আমরা নিজেদের এত ছোট করি কিভাবে? একটা নিউজ পেজ, তারা খুব সুন্দর ভাবে তনুর হত্যাকারীদের বিচার চেয়েছে এবং সচিত্র উপস্থাপন করেছে। কিন্তু একটু ছবি গুলোর দিকে তাকালেই বুঝবেন, নীচের ছবিটা কি বীভৎস। যে মেয়েটা সারাজীবন নিজেকে সামলে চলেছে, হিজাব পরে থেকেছে সেই তনুকে কিছু অমানুষ অত্যাচার করে হত্যা করার পরবর্তী সময়ের ছবি দিয়ে কি বিশ্রী ভাবে উপস্থাপন করা হলো??
তনু বেঁচে থেকে হয়তো একবার ধর্ষিত হয়েছে আর হত্যারপর আমরা তাকে ধর্ষন করলাম কোটিবার। ছি!!
আমরা কি মানুষ??? আমি ধিক্কার জানাই সেই সব পুরুষকে যারা নারীদের সম্মান করে না কিম্বা এভাবে সম্মান দেখায়!!!
আমি লিংকটা দিচ্ছি দেখার জন্য না, প্রমান হিসেবে। আর তাদের দেয়া ছবিটার নীচের অংশ কেটে বাদ দিয়ে দিলাম, তাদের মতোই তনুকে আরেকবার অপমানিত করার ইচ্ছে না থাকায়।
লিংক https://m.facebook.com/analogueebengalifeni/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.