নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

লাল রক্ত দিবে সবুজ জীবন।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫

অল্প সময়, ক্ষুদ্র একটু ত্যাগ!
কিছু না, শুধুই রক্ত এক ব্যাগ।।

আমার প্রিয় কাজের একটা। প্রতিবারের মতই দিয়ে এক অনাবিল আনন্দ অনুভব করি। এই নিয়ে ৯ বার রক্ত দিলাম কোয়ান্টাম ফাউন্ডেশনে। এর আগে আরো ৭ বার রক্ত দিয়েছি বিভিন্ন হাসপাতালে অন্যের ডাকে। রক্ত দিতে যাওয়ার সময়টাতে কোন বিশেষত্ব নেই। কিন্তু রক্ত দেবার সময়টা আমি এক স্বর্গীয় সুখ অনুভব করি। আমি ভাবতে চেষ্টা করি আমার দেহ থেকে দুই পাউন্ড রক্ত বেড়িয়ে যাচ্ছে, আর তা গিয়ে ঢুকছে এমন একজনের শরীরে যার ভাল থাকার জন্য প্রয়োজন এই এক ব্যাগ রক্ত। আমার এই রক্ত আমাকে ভাল রেখেছে এখন ভাল রাখতে চেষ্টা করবে আরেকজনকে। ভাবতেই কেমন নিজেকে ভাল মানুষ মনে হয়!

যদি এক ব্যাগ রক্ত একজনের একদিন বেঁচে থাকাতেও সাহায্য করে সেটাই কি যথেষ্ট নয়!! লক্ষ টাকা দিয়েও কি পারতাম এটা করতে?
একটা ছোট লক্ষ স্থির করলাম, ১৬ বার কে ৫০ এ নিবো। সময় লাগবে লাগুক। তাও চেষ্টা করবো।

এক ব্যাগ রক্ত দিলে খুব কি ক্ষতি হবে আপনার? তবে অনেক উপকার হবে, যার প্রয়োজন তার। আমরা প্রত্যেকেই বছরে তিন/চার বার রক্ত দিতেই পারি। যদি না দেই, তাতে এই রক্ত এমনিতেই নষ্ট হবে। তারচেয়ে আমরা রক্ত দিলে নতুন রক্ত উৎপাদন ত্বরান্বিত হবে। আবার রক্ত দিলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে থাকে, রক্তক্ষরন জনিত সমস্যা কম হয়, আর মানসিক প্রশান্তি তো আছেই। শুধু আমাদের একটু স্বদিচ্ছাই বাঁচাতে পারে হাজারো প্রান। আসুন আমরা নিয়ম করে রক্ত দেই, নিজে ভাল থাকি অন্যকেও ভাল রাখি।
মনে রাখবেন----

"লাল রক্ত দিবে সবুজ জীবন"

ছবিটা প্রচারের জন্য দিচ্ছি তবে আমার প্রচারের জন্য না। রক্তদানেকে উৎসাহিত করার জন্য একটু প্রচারনা---

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

বিজন রয় বলেছেন: দারুন কাজ।

আমরাও করে থাকি।
আপনাকে ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

রাকিব সামছ বলেছেন: ধন্যবাদ ভাই। আমরা সবাই একসাথে ভাল কাজ করলে দেশটা অন্যরকম হতেই পারে। তাই না?

২| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর প্রস্তাব,সুন্দর মানসিকতা,জগতহিতৈষী ত্যাগ,অপূর্ব দান।।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪

রাকিব সামছ বলেছেন: দাদা ধন্যবাদ। আমাদের অল্প চেষ্টার বিনিময়ে হতে পারে অনেক বড় কিছু। দোয়া করবেন যাতে রক্ত দিয়ে যেতে পারি।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৩৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: পারবেন। আশীর্বাদ রইলো । আমাদের তো ইচ্ছা থাকলেও সাধ্য নাই ভাই। বয়সও নাই। অত রক্তও নাই শরীরে ।।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৭

রাকিব সামছ বলেছেন: দাদা উৎসাহ যোগাচ্ছেন এটাই বা কম কি? ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.