![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।
আমার ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে গেছে বেশ কিছুদিন আগে। আলসেমি করে যাওয়া হচ্ছিলো না। এবার সীমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে গিয়ে আইডি কার্ডের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে গতমাসে অনলাইন থেকে ফর্ম নামিয়ে পুরন করে ব্যাংকে টাকা জমা দিয়ে নির্বাচন কমিশনের আগারগাও আফিসে জমা দিয়েছি। জমা দিতে তেমন একটা বেগ পেতে হয় নি। কার্ড দেবার তারিখ দিলো এক সপ্তাহ পর। আজ আইডি কার্ড আনতে গিয়ে দেখি বিশাল লাইন। নয়টায় অফিস খুলবে কিন্তু আমি ৮ টার পরে গিয়েই লাইনে দাঁড়িয়ে পরলাম। ঘন্টা খানেক দাঁড়িয়ে থেকে ডাক পেলাম। কাউন্টারে গিয়ে আমার ডুপ্লিকেট কার্ড গ্রহন করলাম। কার্ড হাতে নিয়ে অবাক, আমার নাম সামছ এর জায়গায় সাম্ছ ছেপেছে। আমি দেখাতে বললো পুরোনোটার ফটোকপি আছে কিনা? আমি ফোনে থাকা কপি দেখালাম। পাঠিয়ে দিলো তথ্য কেন্দ্রে। ওখানে গিয়ে দেখাতেই, তারা সংশোধন এর টোকেন দিয়ে ৭ তালায় যেতে বললো। গেলাম সাত তলায়, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে ভেতরে যাবার অনুমতি পেলাম। কাউন্টার থেকে পাঠালো এক অফিসারের কাছে।
সেখানে লাইনে দাঁড়িয়ে তাকে দেখানোর পর উনি বললেন সমস্যা যুক্ত বর্ণের। আমাকে পাঠালেন আরেক আপার কাছে। উনি দেখে বললেন ওনাদের ভুল, হসন্ত ছিলো তা বাদ দেয়ায় ম আর ছ যুক্ত হয়ে গেছে। আমাকে পাঠালেন আরেকজনের কাছে। সেখানে আবার নতুন কার্ড, পুরোন কার্ডের ছবি দেখে বললেন আবার আবেদন করতে হবে সংশোধনের জন্য। আমি একটু রেগে গিয়ে জানতে চাইলাম, আমি চেয়েছি ডুপ্লিকেট আপনারা সেটা না দিয়ে বানান চেঞ্জ করলেন কেন? উনি আমাকে একটা আবেদন পত্র ধরিয়ে দিয়ে পুরন করে আনতে পাঠালেন। আসার পর পাঠিয়ে দিলেন তার বসের কাছে । সেই আপা সব দেখে এবং জেনে নোট লিখে দিলেন, আই টি সিস্টেমের ভুল তাই ফী বিহীন সংশোধন করে দেয়া যেতে পারে। লিখে সাইন করে পাঠালেন আরেক টেবিলে। সেখানে গিয়ে আবার বিশদ বলার পর তিনি সিস্টেমে চেক করে দেখলেন সমস্যা আসলেই তাদের। তাই তিনি একটা রেজিস্ট্রেশ্ন নাম্বার লিখে আবার আগের টেবিলে পাঠালেন।
সেখানে গিয়ে তাকে আবেদন পত্র দেয়ায় তিনি দেখে রেখে দিলেন আর বললেন বিকেল চার টার পরে প্রিন্ট হয়ে যাবে এসে নিয়ে যেতে। তখন ১২ টা বাজে তাই তাকে অনুরোধ করলাম আমি আগামীকাল এসে নিলে কোন সমস্যা আছে কিনা? বা অন্যকেউ এসে আমার কার্ড নিতে পারবে কিনা? আমি নিলেই ভাল, বলায় তাকে ধন্যবাদ দিয়ে কাল আসবো বলে বেড়িয়ে এলাম।
সিড়ি দিয়ে নামতে নামতে ভাবছিলাম, ভুল তাদের আর হয়রানি আমাদের!!!
আমি আমার আগের এবং আজ পাওয়া কার্ডের ছবি দিচ্ছি। দয়া করে কেউ ভূত ভাববেন না। এটা জ্বলজ্যান্ত একজন মানুষের ছবি।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২
রাকিব সামছ বলেছেন: একটু ঝামেলাতো হবেই। এখন উপজেলা অফিস থেকেই নিতে হবে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬
লুৎফুল ইসলাম বলেছেন: আলহামদুল্লিাহ।আপনার আইডি কার্ড পাইছেন।
আমার কাহিনী আরও করুন।আমার আইডি কার্ডে বাবার নাম ভূল এসেছে তো যথারিতী আগারগাও দিয়েছি সংশোধন করার জন্য।আমার মূল আইডি কার্ড এবং ফরম জমা রেখে আমাকে একমাস পর যেতে বল্লেন।আমি একমাস দশদিন পর গেলাম।সেই দীর্ঘ লাইন।জমা দেওয়ার দিনও ছিল।মেজাজ ঠিক রাখা দায়।দায়িত্বপ্রাপ্ত কাউকে কিছু জিজ্ঞেস করলে কোন জবাবা পাওয়া যায় না। নীচ তলার দীর্ঘ লাইন পার হয়ে কাউন্টারে শুনি আপনাকে ৭ম তলায় যেতে হবে।লিফটের দীর্ঘ লাইন।আবার ৭ম তলা।সেখানেও দীর্ঘ লাইন।কাউন্টারে লোক নাই। অপেক্ষা।একজন আসলেন ,রিকোয়েক্ট করার পর আমার ফাইল বের করলেন এবং বললেন আপনার শুনানী হবে তবে সকালে যারা আসছে তাদের শুনানী এখনও শুরু হয় নাই।তখন বিকাল ৪.৩০টা।বুঝেন ঠেলা।নারায়নগঞ্জ থেকে গেছি। মেজাজ খারাপ হয়ে গেল।ফ্রীতে আর এনআইিড সংশোধন করেত পারলাম না।ফাইল নিয়ে চলে এলাম নারায়নগঞ্জে।সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে নির্বাচন অফিসে আবার জমা দিলাম।আবার একমাস।শুনানী হোল।আবার এক সপ্তাহ।পরবর্তীতে তিনমাস ঘুরলাম আর সংশোধন করতে পারলাম না।পরে নির্বাচন অফিসার বলে আপনার ফাইল ঢাকায় পেন্ডিং দেখােচ্ছে আপনি ঢাকায় যোগাযোগ করেন। আমি বল্লাম আমার কার্ড ফেরত দেন আমার বাবার নামের সংশোধনের দরকার নাই।
বুঝেন ঠেলা।এরপরও কি মন চায় আগারগাতে যাই।সিস্টেম।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
বিজন রয় বলেছেন: ব্যাপার না।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২
রাকিব সামছ বলেছেন: আসলেই বিশ্রী ব্যাপার। তারপরেও ভাবতে ভাল লাগে ডিজিটালতো হচ্ছে সব। যদিও এর সুবিধা সবাই পাচ্ছিনা গুটিকয়েক লোকের অবহেলারর কারনে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০
নকীব কম্পিউটার বলেছেন: আমার আইডি কার্ডে ভুল আছে। ঠিক করা দরকার। সময় পাচ্ছিনা। আবার তাদের হয়রানীর কথাও ভাবছি। দুবার যাওয়া সম্ভব কি না। শুনলাম উপজেলা অফিসে দিলে ছয়মাসেরও আসে না।