![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।
তনু, তুবা ( ফেনী ক্যডেট কলেজের), শিল্পী (কৃষ্ণকলির বাসায় মারা যাওয়া মেয়ে) মরিয়া প্রমান করিলো, তাহারা মরিবার পূর্বে নিজেদের সম্ভ্রম নিজেরা লুটিয়া লইয়া নিজেদের অতি প্রিয় প্রানকে হত্যা করিয়া, তনু নিজেকে কালভার্টের পার্শ্ববর্তী স্থানে, তুবা বাথরুমে শাওয়ারের সহিত, আর শিল্পী ফ্যানের সহিত নিজেদের ঝুলাইয়া রাখিয়াছিলো। ইহাতে তাহারা পরলোক গমন করিয়াছে। অতএব তাহাদের মৃত্যুবরণ কে হত্যা না বলিয়া স্বাভাবিক মৃত্যু বলিয়া বিবেচনা করা যাইতেই পারে!!!
এবং এত দ্রুততার সহিত এত কিছু বাহির করিয়া আমাদের চিকিৎসকগন ও পুলিস বিভাগ তাহাদের সফলতা আরেকবার প্রমান করিয়াই ছাড়িলো।
কিছু বলিবার আগে আরেকবার ভাবিতেছি, কি বলিবো? নিজেকে বড়ই আহাম্মক গোছের জীব মনে হইতেছে। এই সহজ বিষয় বুঝিতে আমার এত্ত দিন লাগিয়া গেলো???
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১
রাকিব সামছ বলেছেন: ভাই আমার মনে হয় মাথা ভরা গোবর!!!
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২
সুমন আকরাম বলেছেন: মুই আগেই বুজচিনু!!
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২
রাকিব সামছ বলেছেন: হা হ--- বুঝেও বলেন নি? তাহলেতো আমি বুঝতে পারতাম!!!!
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪
হাসান নাঈম বলেছেন: এই সহজ বিষয় বুঝিতে আমার এত্ত দিন লাগিয়া গেলো???
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫
কানিজ রিনা বলেছেন: মনে হইতেছে দেশে বিদেশী মগজ কাজ
করিতেছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭
রাকিব সামছ বলেছেন: বিদেশী মগজ দিয়া দেশী মগজ কে এমন ধলাই দিয়েছে যে, নিজেই নিজের চিন্তাধারায় অবাক হচ্ছি।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: কারণ আমাদের মগজ বেশি।