নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

গরমে দেবে আরাম

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

চৈত্রের প্রায় শেষ। কয়েকদিন ধরে আকাশ পরিষ্কার, বৃষ্টি হবার কোন সম্ভাবনাই দেখছিনে। সন্ধে থেকেই কেমন গুমট লাগছে। চারদিকে ভ্যাপসা গরম। সকালে একবার আবার বিকেলে গোসল করেও কেমন ঠান্ডা লাগছেনা।
আমাদের বাসা উত্তর পশ্চিম এ। দক্ষিন আর পূর্ব বন্ধ, এটা হচ্ছে এপার্টমেন্ট এর সবচেয়ে খারাপ দিকের ফ্ল্যাট। শীতকালে প্রচন্ড ঠান্ডা আর গরমেও প্রচন্ড গরম। তারমানে সারা বছরই উল্টো আবহাওয়া!!
সন্ধের পর কিছুক্ষন এসি ছেড়ে ঘর ঠান্ডা করার চেষ্টা করেও ব্যর্থ। আবার বিদ্যুৎ বিলের চিন্তায় এসি ছেড়ে শান্তিতে থাকার জো নেই।
এখন বুঝি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কত কঠিন!! এসি লাগানোর চেয়ে এসির বিল দেয়া কত বেশী কঠিন!! আবারো নাকি বিদ্যুৎ এর দাম বাড়ানোর চিন্তা চলছে? দাম বাড়ালে এসি কে শোপিস হিসেবেই রাখতে হবে ঘরে। একটা জিনিস কিছুতেই মাথায় আসে না আমার, দাম না বাড়িয়ে চুরি কমালেই হয় না???
বিদ্যুৎ এর সিস্টেম লস নাকি প্রায় চল্লিশ শতাংশ!! আমিতো এ ব্যাপারে বেশি কিছু জানিনা তাই কিছু বলছি না। তারপরেও এটা জানি বড় বড় কারখানাতে যে পরিমান বিদ্যুৎ ব্যবহৃত হয় তার অনেকটাই দামে পরিশোধ হয় না।

যাক যা বলছিলাম, গরমে টিকতে না পেরে বউ ছেলেদের সহ ছাদে চলে এলাম। এসে মনে হলো উপর ওয়ালা এসি ছেড়ে রেখেছেন। মুহূর্তেই শরীর মন জুড়িয়ে গেলো। ভাবলাম এই সুযোগে সবাই কে জানাই, যদি ছাদ খোলা থাকে! তবে গিয়ে ঘুরে আসুন আর গরমের হাত থেকে কিছুক্ষনের জন্য পালিয়ে থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.