নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

বোমার আতঙ্ক নিয়েই বেচে আছি।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

কি ভয়ংকর আমাদের এই বেচে থাকা।
আমাদের উচিত প্রতিটা মুহূর্ত উপরওয়ালার শুকরিয়া আদায় করা। কারন আমরা এখনো বেচে আছি!
ভাবতেই কেমন গা শিউরে উঠছে, আমরা বেচে আছি কিভাবে? কিসের মধ্যে?

আমি ছয়তলায় বিছানায় বসে লিখছি আর আমাদের বাসার নীচেই পাতা আছে! একটা না দুইটা না গোটা বাইশেক শক্তিশালী বোমা!!!

মনে হলে রক্ত ঠান্ডা হয়ে আসে, কথা বলার শক্তিও থাকছে না। কাকে ডাকবো? কিভাবে নিশ্চিত হবো? ভয়ে জমে যাচ্ছি।

আমার ভয় পাওয়াতে আপনার কিছু আসে যায় না। আপনি খুব শান্তিতে আছেন? নিশ্চিন্ত! তাই না। আমিও তাই ভাবতাম কিম্বা ভাবার চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই নিশ্চিন্ত থাকাটা আস্তে আস্তে অনিশ্চিত আর অনিরাপদ হয়ে গিয়েছে।

একবার ভেবেছেন আপনি গাড়ী চালিয়ে বেশ নিশ্চিন্ত মনে বাড়ী যাচ্ছেন। হঠাৎ জানতে পারলেন, আপনার গাড়ীতে পাতা আছে ভিষন শক্তিশালী এক বোমা। যেকোন সময় ব্লাস্ট হতে পারে তা। আপনার মনের অবস্থা কি হবে তখন? অথবা আপনি বাসে করে অফিস যাচ্ছেন, এমন সময় একজন চিৎকার করে বললো বাসে চারটা বোমা পাতা, যাত্রী হিসেবে আপনার কিম্বা অন্যদের অবস্থা কি হবে??

আমরা প্রত্যেকেই আমাদের জীবন হাতে নিয়ে না, অন্যের হাতে দিয়েই বেচে আছি। আমাদের ঢাকা শহরের সিনএনজি চালিত প্রত্যেকটা গাড়ী কি ভয়ংকর রিস্ক নিয়ে চলছে? গাড়ীতে করে ৬০ লিটারের বোমা নিয়ে ঘুরছি আমি! আমরা।

যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা? আপনি ভাবতেই পারেন আমার সিএনজি বড় কোম্পানি থেকে কনভার্ট করা তাই আমি নিশ্চিন্ত। হ্যা কথা সত্যি। কিন্তু আপনার পাশে থেমে থাকা গাড়ীর সিলিন্ডার যে সিকিউরড তা কিভাবে জানলেন? সেটা যে অক্সিজেন সিলিন্ডার না! আপনি জানলেন কি করে??

আসলে আমরা প্রত্যেকেই কিসের মধ্যে যে আছি এক আল্লাহই জানেন। কখন কোন বিপদ এসে সামনে দাঁড়াবে কেউ তা জানে না। আল্লাহ আমাদের সবাই কে স্বাভাবিক মৃত্যু দান করুক, এটাই প্রত্যাশা করি।

ভয় পাবেন না, ভূমিকম্প আর কি বা করতে পারে! বাসার নীচে রাখা ২২ টা গ্যাসের গাড়ীর যেকোন একটা যদি ব্লাস্ট করে তবে ৯ না ১৩ রিক্টার স্কেলের ভূমিকম্প টের পাবো আমরা!!!!

প্রত্যেকে আমরা গ্যাস সিলিন্ডার নিয়ে সতর্ক থাকি, আর যদি পারি পাশের গাড়ীর যাত্রীদের সতর্ক করতে পারি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

রিপি বলেছেন:
আল্লাহ আমাদের সবাই কে স্বাভাবিক মৃত্যু দান করুক, এটা আমিও প্রত্যাশা করি। ভালো বিষয়ে পোস্ট করেছেন।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৭

রাকিব সামছ বলেছেন: ধন্যবাদ। সবার সচেতনতাই পারে, কিছুটা নিশ্চিত করতে স্বাভাবিক মৃত্যুর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.