![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।
ছবিটা দেখে প্রানটা হুহু করে উঠলো.. এত সুন্দর ছবি কিন্তু কি কষ্টের!!
বাবার কোলে সন্তান ঘুমুচ্ছে! আমার ছেলেরা যেভাবে চরম ভরসার সাথে আমার পায়ে, গায়ে শুয়ে থাকে ঠিক তেমনি! কোন দুর্ভাবনা, চিন্তা, ভয়, কাজই করেনা বাবার কোলে আশ্রয় নিলে! আসলে একজন সন্তানের কাছে তার মা-বাবা কতটা নির্ভরতার তা সন্তানই বুঝে। আর মা-বাবার কাছে সন্তান? নিজের জীবনের চেয়েও প্রিয়। সেই মা-বাবাকে যদি চোখের সামনে ভয়ংকর ভাবে পৃথিবী থেকে সরিয়ে দেয়, তার মনের অবস্থা কি হতে পারে? কয়জন এই কষ্ট সহ্য করতে পারবে? মেঘ কি পেরেছে বা পারছে এই ভয়াবহ যন্ত্রনা সহ্য করতে? আমরা এই সভ্য সমাজ, এই ছোট্ট শিশুকে কি নিদারুণ যন্ত্রনার জীবন উপহার দিলাম? আমাদের দেশ, সমাজ, আদালত তার এই কষ্টের কি বিচার করলো? কোন শাস্তিই হলোনা খুনিদের? হা হা, শাস্তির চিন্তা করছি!! খুনি কে তাই জানা গেলো না! নাকি জানতে দেয়া হলো না? আমরা সাধারন মানুষ কষ্ট পেতেই জানি, কষ্ট দেখতে পারি, কষ্ট বুঝতেই জানি কিন্তু এই কষ্ট দূর করতে পারিনা। কিছু করতেও পারি না।
আজ চার বছর পেরিয়ে গেলেও মেঘ পেলোনা তার মা-বাবা হত্যার বিচার। সাগর-রুনী আজ কোথায়? ওরা কি দেখছে? আমরা পারলাম না তাদের আদরের মেঘের আকাশে একটা রোদ্রজ্বল দিনের আশা জাগাতে? আমরা ছোট্ট মেঘের কাছে ক্ষমা চাচ্ছি.. বাবা, একজন বাবার অন্তর থেকে বলছি, আমরা ব্যর্থ তোমায় সুবিচার আর সুন্দর একটা পৃথিবী দিতে.... আমাদের তুমি তোমার বিশালতা দিয়ে ক্ষমা করে দিও।
আল্লাহ তোমাকে একজন ভাল মানুষ হয়ে উঠার শক্তি দিক, এই দোয়াই করছি একজন বাবা।।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯
রাকিব সামছ বলেছেন: আসলেই কস্টের। কিচুই বলার নাই। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪
প্রামানিক বলেছেন: কষ্টের ছবিই বটে।