নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

বিচারের রায় কি পারবে থামাতে অপরাধ

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫

ঐশীর ফাঁসি!!
রাজন হত্যা, রাকিব হত্যার বিচার হলো। যেখানে খুনিদের ফাসি দেয়া হয়েছে। আমরাও দারুন সন্তুষ্ট রায়ে। অন্যদিকে প্রায় কাছাকাছি সময়ে আরেক আলোচিত মামলার রায় হলো। ঐশীর বাবা-মাকে খুন করার উচিত বিচার হয়েছে। কি করে একজন সন্তান তার নিজের বাবা মাকে হত্যা করতে পারে? এত ভালবাসার সম্পর্কের মাঝে কি ভাবে এত ঘৃনা ঢুকে যেতে পারে যে, নিজের সন্তান এভাবে পরিকল্পিত ভাবে বাবা মাকে সরাতে পরিকল্পনা করে?

সবসময়ের মতো আবারো কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক করছে!! আচ্ছা এই ছোট্ট মেয়েটাকে কি ফাসি না দিয়ে যাবতজীবন শাস্তি দেয়া যেত না? আচ্ছা একজন পুলিশ অফিসার নিজের ঘরে নিজের সন্তানকেই নিয়ন্রনে রাখতে পারেন না তিনি কি করে দেশের আইনের রক্ষক হন? নিজের মেয়ে বড় হচ্ছে, কোথায় যায় কাদের সাথে মেশে? কি খায়? কিভাবে এসব যোগাড় করে? এর উওরতো ওনারই সবচেয়ে বেশী জানার কথা!! নয়তো মাদক ব্যবসায়ীদের কিভাবে ধরবেন? আচ্ছা ঐশীর ফাসি হলো, কিন্তু ওর অধঃপতনের পেছনে কে দায়ী? তাদের কি শাস্তি হলো? যারা এই মেয়েটার হাতে ড্রাগ তুলে দিলো, তাকে এই মরন ফাঁদে ফেলেছে তাদের কি হলো? তারা বিচারের আওতায় আসবেনা? যারা ইয়াবা আনে, বানায় কিম্বা বিক্রি করে তাদের কয়জনের ফাসি হয়েছে? তারা সমাজের উঁচু স্তরে থেকে এসব করেও সম্মান আর অর্থ!! নিয়ে ভালোই থেকে যাবে??

আমি বুঝিনা একটা মেয়ে হত্যার মতো জঘন্য কাজ করতে পারে কেন? কেন সে এতাটা নিষ্ঠুর হতে পারলো? এত সুন্দর পারিবারিক ছবিটা দেখে নিজের চোখে পানি চলে এলো। আমাদের সন্তানরাও বড় হচ্ছে, আল্লাহ আমাদের তাদের মানুষ করার সুযোগ দিক।

যা ভাবছিলাম, একটা ফাসি কিম্বা এরকম কয়েকটা শাস্তি কি অপরাধ কমাতে সক্ষম হবে? পারিবারিক, সামাজিক আর শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না আনলে এধরনের অপরাধ হতেই থাকবে। ছেলেমেয়েদের হাতে ইয়াবা, হিরোইন, আর শিশা তুলে দিয়ে আমরা ভাবছি তারা ভাল থাকবে? জানি বলে কোন লাভ নেই। যারা মাদকের ব্যবসা করছে তারাতো তাদের ছেলেমেয়েদের দেশের বাইরে পড়ান। তারা এগুলো থেক মুক্ত।

লিখে কি হবে? তাও লিখে যাই.....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

সাহরাব বলেছেন: রায় তো হইলো !! কিন্তু রায়ের কার্যকারিতা না হইলে সেই রায় দিয়া কী সবাই পানি খাইবো ? যতসব মূলা ঝুলানো কাজ-কারবার !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.