![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।
কয়েকদিন থেকেই মন খারাপ খারাপ লাগছে।
আজ একটু বেশী। কিন্তু কিছুক্ষন আগে দেখা একটা পোস্ট আর কিছু ছবি নিজের অজান্তেই মনটাকে ভাল করে দিল।
আমি খুব সাধারণ একজন মানুষ। নিজেকে ভাল মানুষ ভাবতে পছন্দ করি। একটাই আদর্শ কারো উপকার করতে না পারলেও স্বেচ্ছায় কারো যাতে ক্ষতির কারন না হই।
আজ এই খবরটা পড়ে নিজেকে সাধারন ভাবতেও ইচ্ছা হচ্ছে না। আমরা পুরুষরা নিজেরা বিয়ের সময় বউ হিসেবে খুঁজি, প্রিয়াঙ্কা, দিপিকার মত নারী। আবার সেই সুন্দরী বউ, বাসায় এলে চাই খুব সাধারণ হয়েই থাকবে ( অন্যের বউ স্মার্ট হলে দেখতে ভালই লাগে কিন্তু নিজের বউ একটু আনস্মার্ট হলেই খুশি)। আমাদের এই চাওয়া পাওয়া শুরু হয় সেই ছোট্ট বেলায় যখন সবাই বলে তোর জন্য একটা ফুটফুটে সুন্দর বউ আনবো। কেউ বলেনা বড় মনের একটা মেয়ে আনবো!!
আমরা যখন বড় হতে থাকি আমাদের চোখ থাকে সুন্দরীদের প্রতিই। ভাল মেয়ে না খুজে খুঁজি সুন্দরী!! যাক সে কথা আমি অবশ্য ভাল মেয়েই পেয়েছি বউ হিসেবে, মা-বাবার দোয়ায়।
অনেক কথা লিখলাম ( লিখতে কাগজ কলম লাগে না তাই হয়তো)।
আমাদের এই চাওয়া পাওয়ার বাহিরে যাওয়ার সাহস, আমার মতো সাধারন পুরুষদের থাকেনা বললেই চলে। কিন্তু ভিড়ের মাঝেও কিছু লোক থাকে যারা উলটো দিকেই হাটেন!!
একজন অলোক যিনি হাটছেন স্রোতের বিপরীতে। একজন অলোক যিনি আলো ছড়াচ্ছেন তার অসাধারণ মনের পরিচয় দিয়ে। একজন অলোক যাকে দেখে হিংসা হয় (এত বড় মনের মানুষ কিভাবে হয়)?
আমাদের সমাজে মেয়ে কালো, বেটে, চোখ টেরা, মোটা, হাসি সুন্দর না, চুল কম, নাক বোচা, সুশ্রী না সহ কত হাজারটা দোষ খুজে বেড় করে, একজন ভাল মেয়েকে বউ না করার জন্যে। সেখানে দাঁড়িয়ে অলোক এটা কি করেছেন? ভাবতেই মাথা নিচু হচ্ছে আর বলতে ইচ্ছে করেছেন ভাই আপনার মতো হবার উপায় নেই, আপনাকে শ্রদ্ধা জানাতে পেরেই কিছুটা ভাল লাগা পেলাম।
কিছু কুপুরুষ এর কু চিন্তা আর কু কাজের ফলে একজন মেয়ের জীবন কতটা দুর্বিষহ হতে পারে, তা যেকোন এসিড দগ্ধ মেয়ের দিকে তাকালেই বোঝা সম্ভব। আমি মিথ্যা বলছিনা, একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে একটু ভয়ই করে। আর তার কষ্ট বোঝার সাধ্য একেবারেই নেই আমাদের। সেই কষ্টের বোঝা বহন করে এগিয়ে চলা একজন নারীর পাশে এসে দাড়িয়েছে যে, তাকে কি বলা যায়? সাধারণ? না সে সাধারণ এর চাইতে অনেক উপরের কেউ।
এসিড দগ্ধ মেয়েকে বউ করে অলোক দেখিয়ে দিয়েছে, তোমরা যারা তাকে কষ্ট দিতে চেয়েছিলে দেখ সে এখন আরো বেশী ভাল আছে। কারন সে পেয়েছে একজন অতি ভাল মানুষকে স্বামী হিসেবে।।
অলোক দম্পতির ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা। এরকম ভাগ্য কয়জনের হয়? মা তুমি বড় হও মা-বাবার আদরে এই দোয়া দোয়া রইলো। তুমি ভাগ্যবতী তাই এরকম মা-বাবা পেয়েছো।
অলোক দিক্ষিত আর তার পরিবার থাকুক আনন্দে আর আনন্দে।।।
০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪৫
রাকিব সামছ বলেছেন: সত্যি কথা ভাই। আমরা মানুষ তবে খাটি না।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: অলোকই সত্যিকারের মানুষ।
স্যালুট।