নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

আমি গরীব হলেও কোটিপতি

২৫ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৭

বিশাল বড়লোক আমি
কোটি কোটি টাকা!!!
লিকুইডিটির বড়ই অভাব
ভাবছো দিচ্ছি ধোকাঁ??

আমার মাথার চুল পরে যাচ্ছে, এটা নিয়ে মহা চিন্তিত আমি। এত সাধের চুল পরা নিয়ে চিন্তায় আরোও চুল পরছে! খোজ নিয়ে জানতে পারলাম চুল ট্রান্সপ্লান্ট করা যায়, একজন ভারতে গিয়ে মাথার পিছন থেকে তিন হাজার চুল নিয়ে সামনে লাগিয়েছে এতে খরচ হয়েছে মাত্র চার লাখ টাকা!! মানে একেকটা চুল ১৩৩ টাকা???? সকালে মাথা আচড়াতে গিয়ে চিড়ুনিতে লেগে থাকা গোটা বিশেক চুল দেখেই ক্যলকুলেশন করতে লাগলাম প্রায় ত্রিশ হাজার টাকা ঝরে গেল?
এসব নিয়ে চিন্তা করতে গিয়ে আমার ক্যালকুলেটর আজ হ্যাং করেছে। সারা মাথায় বিশ হাজার চুল থাকলে তার দাম প্রায় ত্রিশ লাখ টাকা? আরে আমিতো বড়লোক হয়ে যাচ্ছি...

আবার ভাবলাম আরো অনেক কিছুই। হার্টের একটা ভালব পাল্টাতে কয়েক লাখ টাকা লাগে তাহলে একটা সুস্থ্য হার্টের রিপ্লেসমেন্ট কস্ট গোটা দশ লাখের কম হবে কি?

আবার যদি ভাবি দুই চোখের কথা তাহলে আরো কয়েক লাখ? সাথে লাং এর দাম যোগ করেন মিনিমাম কয়েক লাখ। ভাই যোগ করছেন তো?

এক কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতেই লাগে কম বেশী পাচঁ থেকে দশ লাখ।

তারপরে আরো আছে, লিভার দাম কত জানিনা তবে কয়েক লাখের নীচেতো হবেই না। এছাড়া প্রজনন তন্ত্র এর দামতো অনেক, একটু এদিক ওদিক হলে লাখ লাখ টাকা খরচ করতে হয় সন্তান লাভের আশায়! এর পরে আরো কত কি আছে! গলব্লাডার, হাড় গোড়, চামড়াসহ আরো হাজার আইটেম।

সব গূলোর দাম যোগ করে দেখো কোটি টাকার কম হবেই না। তাহলে আমি কোটিপতি স্বীকার করতে দ্বিধা আছে?? আর যদি এর কোন একটা নষ্ট হয় বা ডিস্টার্ব শুরু করে তখনই বোঝা যায় এগূলো কতটা দামী!!

এত দামী সব জিনিষের মালিক আমি আর আমাকে বলো গরীব?? একবার ভেবে দেখেছো কি, এত্তসব দামী জিনিষ যিনি দিয়েছেন এক্কেবারে ফ্রিতে, তাকে কত বার ধন্যবাদ জানাই মন থেকে? আমাদেরতো প্রতিনিয়ত তার শুকরিয়া আদায় করা উচিত আমাদের সুস্থ্য দেহ দিয়েছেন বলে। আল্লাহ তুমি রহমানুর রাহিম আমাদের সুস্থ্যতা দান করেছ আর আমরা যেন এই নেয়ামত এর যথাযথ মূল্যায়ন করতে পারি। আলহামদুলিল্লাহ্‌।।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.