নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

আমি গর্বিত এবং লজ্জিত

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

গর্বের নাকি লজ্জার খবর এটা?? আমরা গর্বিত এবং লজ্জিতো।

বিজয়ের ৪৫ বছরপর গতকাল বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। দীর্ঘ সময় যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো এই মহীয়সী নারী এখন সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

আমাদের এত বছর লেগে গেলো তাকে তার প্রাপ্য সম্মান দিতে! আমাদের দেশে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারী চাকুরী করে সচিব হয়েছেন এই উদাহরণ আছে আর সেখানে তারমতো একজন যোদ্ধা যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, এতটা সময় অপেক্ষা করে সম্মান পেলেন!!

এই পয়তাল্লিশ বছরের মধ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামীলীগ ক্ষমতায় আছে প্রায় ষোল বছর! এটাই খারাপ লাগা। মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে আমাদের এত কার্পণ্য কেন?

যখন পত্রিকায় পড়ি একজন মুক্তিযোদ্ধা এই বয়সে এসে রিক্সা চালাচ্ছে কিম্বা অন্যের বাড়ীতে আশ্রিত? নিজেকে খুব ছোট মনে হয়। আমরা কি পেরেছি তাদের যথাযথ সম্মান দিতে? অবশ্য তারা এই সম্মান কিম্বা ভাতার জন্যে যুদ্ধে যান নি। তারা গিয়েছিলেন দেশকে ভালবেসে, নিজের জীবন উৎসর্গ করতে। আর ভালবাসাকে কি দাম দিয়ে কেনা যায়? তাদের মধ্যে কখনো দেখিনি না পাওয়ার বেদনা কিম্বা হতাশা। বরং আমরা যারা স্বাধীন দেশ পেয়েছি কোন ত্যাগ ছাড়া! তাদের মধ্যে দেশ নিয়ে অনেক বেশী হতাশা। কেন?

প্রিয়ভাষিণী, আপনার মতো যোদ্ধারা ছিলো বলেই আজ আমরা স্বাধীন। আমরা লিখতে পারছি, চলতে পারছি নিজের দেশে। আমাদের নিজগুনে ক্ষমা করে দেবেন সম্মানটুকু জানাতেও আমাদের ৪৫ বছর লেগে গেলো! আপনি সুন্দর ভাবে বেঁচে থাকুন আপনার মতো করেই। আপনাকে শ্রদ্ধা জানাই এতদিন সনদ ছিলো না তারপরেও, আর এখন থেকেতো আপনি স্বীকৃত মুক্তিযোদ্ধা।

আমাদের সম্মান আর শ্রদ্ধা রইলো আপনার প্রতি।

#মুক্তিযোদ্ধাফেরদৌসীপ্রিয়ভাষিনী

http://www.ittefaq.com.bd/national/2016/08/11/79959.html

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.