নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

মানুষের বাচ্চা!!! অমানুষ।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫

আজ থেকে আমি দাবী জানাচ্ছি, কোন মানব সন্তানকে গালি হিসেবে কুত্তার বাচ্চা, শুয়রের বাচ্চা, জানোয়ার বলা যাবে না। তাদের মানুষের বাচ্চা অমানুষ বলতে হবে।

একমাত্র মানুষের পক্ষেই সম্ভব এত জঘন্য কাজ করা। অন্যপ্রানীদের সাথে আমাদের তুলনা করে প্রানীকুলকে অসম্মান করার কোন অধিকার আমাদের নাই।

একটা কুকুর ও সময় এবং সম্মান দেয় কুকুরীকে! বয়সের আগে হামলে পরে না কুকুরীর উপর। আর ৪০ বছরের মানুষের বাচ্চা! সেলিম একটা আট মাস (ঠিকই পড়ছেন, পুলিশ পর্যন্ত বিশ্বাস করে রিপোর্ট নেয়নি। ডাক্তার নিশ্চিত করার পর রিপোর্ট নিয়েছে) বয়সের কন্যা শিশুর উপর তার পুরুষত্বের প্রমান দিয়েছে!! একে কুত্তার বাচ্চা বা শুয়রের বাচ্চা বলে কুকুর, শুয়রকে ছোট করার অধিকার কি আমাদের আছে??

এই মানুষের বাচ্চাকে কি গালি দিবো? এখন আমাদের মিডিয়া কোথায়? যারা এক হাতির পিছনে দিনের পর দিন সময় আর শ্রম দিয়েছেন! লাইভ টেলিকাষ্ট করেছেন? তারা এই মাসুম বাচ্চাকে কষ্ট দেয়া সেই ঘৃন্য অপরাধীর খবর একবারো প্রচার করেছেন? যদি ধরা পরেও তার খবর কয়বার আসবে কিম্বা তার বিচারের প্রতিবেদন কত সময় ধরে দেখানো হবে? আদৌ দেখানো হবে কি?

আমরা নীচে নামতে নামতে তলানিতে পৌছে গেছি। আর নামা সম্ভব না। সরকারের উচিত এই মানুষের বাচ্চাকে ধরে প্রকাশ্যে বিচার করা এবং এমন শাস্তি দেয়া যাতে সবার মনে থাকে।

ছি ছি ছি মানুষের বাচ্চা, অমানুষ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.