নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন মানুষ হবার জন্য অবিরাম চেষ্টা করেই যাচ্ছি।

রাকিব সামছ

আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।

রাকিব সামছ › বিস্তারিত পোস্টঃ

একজন জংগী! তানভীর কাদেরী এবং আমরা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

সকাল থেকে খুব অস্বস্তি নিয়েই আছি। আমি রবির ফাইনেন্স (তখন ছিলো একটেল) এ জয়েন করি ২০০৩ এর অক্টোবর এ। আমাদের কয়েক মাস পরেই মার্কেটিং ডিপার্টমেন্ট এ জয়েন করে এক ঝাক আধুনিক স্মার্ট ছেলে মেয়ে। যাদের কথা বলা, চলা, ড্রেসআপ সবকিছুতেই ছিলো আধুনিকতার ছাপ। মাঝে মাঝে তাদের দেখে মনে হতো আমি তাদের চেয়ে কত আনস্মার্ট!! তবে চাকুরী সুত্র এবং বয়সের নৈকট্যের কারনে সবার সাথেই খুব দ্রুতই একটা দারুন সম্পর্ক তৈরী হয়ে গেল। মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বন্ধের দিনে ক্রিকেট খেলতে যাওয়া, সাথে আছে একটেল এর বিভিন্ন প্রোগ্রামে সবাই মিলে অংশনেয়া আর অনুষ্ঠানের শেষাংশে গানের সাথে নাচ আর মজা করা। আমরা সবাই কাজ আর কাজের মাঝে আনন্দ নিয়ে চলতাম।

তানভীর এর সাথেও বেশ ভাল একটা বোঝাপড়া ছিলো। বেশ হাসিখুশি, স্বপ্রতিভ একটা ছেলে। একটেলে জয়েন করার পর যমজ ছেলে হলো। আমাদের বড় ছেলের বছর দুএক আগে। বিভিন্ন অনুষ্ঠানে তানভীর এর যমজ ছেলেদের দেখে খুব ভাল লাগতো। ভাবীও বেশ মিশুক। সহজেই আপন হয়ে গিয়েছিলাম।

যতটুকু মনে পরে ৫ বছর আগে তানভীর হজ করে এলো এরপর দাড়ি রাখলো, একটু পরিবর্তন এলো চলা ফেরায়। যা খুব স্বাভাবিক মনে হয়েছিলো। হজ করারপর এই সাধারণ পরিবর্তনটুকু আমরা প্রত্যাশাও করি। যোগাযোগ একটু কমে গিয়েছিলো। বছর চারেক আগে রবি ছেড়ে ডাচ বাংলা ব্যাংকে জয়েন করলো। কালে ভদ্রে দুএকবার ফোনে কথা হয়েছে কিন্তু সরাসরি আর দেখা হয়নি।

তিন বছর আগে আমিও রবি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। ফলে তানভীর এর সাথে যোগাযোগ আরো কমে গেছে।

আজিমপুর এ জংগি আস্তানায় পুলিশের অভিযানের খবরে দারুন আনন্দিত হয়েছিলাম। তানভীর নামের জংগি মারা যাওয়ায় মনে মনে পুলিশকে বাহবা দিয়েছি। কিন্তু খুব অপ্রস্তুত বোধ করেছি নারী জংগিদের কথা জেনে!! এই ছোট ছোট বাচ্চাদের এই জংগিবাদ আর বাজে পরিস্থিতিতে মা-বাবা হয়ে কিভাবে ফেলেতে পারলো??

আজ পেপারে তানভীর কাদেরীর খবর দেখে বিড়াট ধাক্কা খেয়েছি। আমার চেনা সেই তানভীর এটা? কি ভাবে সম্ভব? এই অল্প কয়েক বছরে এতটা চেঞ্জ কিভাবে সম্ভব? আধুনিক মন মানসিকতার স্মার্ট ছেলে কিভাবে এত গোড়া আর এতবড় নির্বুদ্ধিতার পরিচয় দিলো? ওতো অশিক্ষিত ছিলোনা? তানভীরতো চাইলেই কোরাআন শরীফ এর বংগানুবাদ পড়ে দেখতে পারতো? ইচ্ছে করলেই নেটে জিহাদ আর ধর্ম প্রচার নিয়ে কি বলা হয়েছে জানতে পারতো? আলেমদের সাথে আলোচনা করতে পারতো?

নিজের ১৩ বছরের ছেলেকেও জংগিবাদে উদ্বুদ্ধ করেছে এবং ফিদাহ বানাতে চাচ্ছে? কিভাবে নিজের বুদ্ধি বিবেক এতটা লোপ পেতে পারে? একবার তার যমজ ছেলেদের কথা বউ মা-বাবার কথা ভাবলোনা? দেশ, বন্ধু-বান্ধব এমনকি ধর্মের কথাও ভাবলোনা?

জংগিবাদ আর বেহেশত যদি এতই সহজ হতো তাহলে দেশের বড় বড় আলেম, মাওলানাগন এই রাস্তায় যাচ্ছেন না কেন? সৌদিসহ পাকিস্তান, ইরান এর ইসলামিবীদরা বেহেশত যাবার এই সহজ পথে পা বাড়াচ্ছেন না কেন?

আধুনিক, শিক্ষিত, ধার্মিক ছেলেদের মাথা, কিভাবে ওয়াশ করে এই ভ্রান্ত ধারনা ঢুকিয়ে দেয়? আর এরা বিবেক, বিবেচনা সব ভুলে ভুল পথে হাটা শুরু করে?

প্রদীপ এর আলোর নীচে এতটা অন্ধকার কেন এদের জীবনে?

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

সজুসজীব বলেছেন: B-)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আধুনিক, শিক্ষিত, ধার্মিক ছেলেদের মাথা, কিভাবে ওয়াশ করে এই ভ্রান্ত ধারনা ঢুকিয়ে দেয়? আর এরা বিবেক, বিবেচনা সব ভুলে ভুল পথে হাটা শুরু করে?

না জানা সবচে বড় পাপ! জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাবার তাগিদতো এমনি দেয়া হয়নি!!!
আমাদের প্রচলিত আলেমদের সম-সাময়িক বিষয়ে অজ্ঞতাও একটা বড় কারণ!
জ্ঞানের জিজ্ঞাসাদে উত্তর দিতে না পেরে দমিয়ে রাখা ! বেশী বুঝতে চাওয়া ঠিক নয় বলে অবদমিত করে রাখাও একটা কারণ!

জ্ঞানের আলোয় আলোকিত হোক সবার হৃদয়

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

রাকিব সামছ বলেছেন: একেবারে সত্যি কথা। আমাদের সঠিক ভাবে জানতে হবে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: বিচিত্র এ দুনিয়ায় বিচিত্র মানুষের মন।
ধর্মের নামে জঙ্গী হয়ে ওঠার কি কারণ গভীরভাবে তলিয়ে দেখতে হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

রাকিব সামছ বলেছেন: এখন আসলে এটা নিয়ে গবেষনা করার, সামাজিক ভাবে প্রতিরোধ করার সময় এসেছে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট করেছেন ভাই।আপনার পোস্ট পড়ে কিছুটা হলেও সবাই সামান্য হলেও শিক্ষা পাক এই কামনা করি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

রাকিব সামছ বলেছেন: ধনয়বাদ ভাই। আমাদের নিজেদের অনেক বেশী জানতে হবে নিজেদেরকেই। ভাল থাকবেন।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

সায়া বলেছেন: চমৎকার লিখেছেন। মাত্র দু-চার বছরে মানুষ কিভাবে তার পরিবার, দেশ, সমাজ, শিক্ষা-সংস্কৃতির বিপরীতমুখী হয়ে যায়? ভাবতেই আঁৎকে উঠি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

রাকিব সামছ বলেছেন: ধন্যবাদ। আমরা নিজেদের উপর বিশ্বাস রাখতে পারিনা। নিজেরাই জানি না কি চাই???

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

ওসেল মাহমুদ বলেছেন: কেউ যদি প্রধান সাবজেক্ট বাদ দিয়ে শুধু ওপশানাল সাবজেক্ট এটেন্ড করে পাশ করতে চায় , তাকে আপনি কি বলবেন ?!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

রাকিব সামছ বলেছেন: হা হা, আপনি হলে কি বলতেন????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.