![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাটি নগ্ন পায়ে,
শিশির ভেজা পিচ ঢালা রাস্তায়,
আনমনে হাটি হঠাৎ থমকে দাড়াঁই।
অবসন্ন মনে ভাবুক আমি,
হাটি আবার হাটি,ঝিমাই,
ক্লান্ত আমি পথের ধারে আবার দাঁড়াই।
ফিরে যাবো বলে,নিস্তব্ধ নগরীতে,
চেনা পথে,শরতের ছায়ালোকে,
নির্ঝরিণীর তীরে শান্তির আলোয়।
যেখানে শিকড়গড়া,আত্মার মিলন,
শান্তিধাম,বিহঙ্গের কিচিরমিচির,
নয়নে বাঁধা নির্মল সবুজ গাঁয়।
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
হাসান_রাকিব বলেছেন: আপনাকে ধন্যবাদ। #শাহরিয়ার
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে।