নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

আমি যেভাবে ভোকাবিউলারি মনে রাখতে চেষ্টা করেছিঃ সুজন দেবনাথের জানালায়

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১০

আমি যেভাবে ভোকাবিউলারি মনে রাখতে চেষ্টা করেছিঃ সুজন দেবনাথের জানালায়

(গ্রুপে এটা আগেও লিখেছি, যারা আগে পড়েছেন, তাঁদের পড়ার দরকার নেই)।
GRE দিতে গিয়ে আমাকে অনেক Vocabulary পড়তে হইছিল। আমি একটা শব্দের synonyms গুলো নিয়ে একটা গ্রুপ বানাইতাম। এক একটা গ্রুপের শন্দগুলো খাতায় লিখে, তার পাশে মনে রাখার ক্লু লিখে রাখতাম। এত মনে রাখা সহজ হয়েছিল। এই কষ্টটা আইবি পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিসিএস সব জায়গায়ই আমাকে সাহায্য করেছিল।

সেই অভিজ্ঞতা থেকে ভোকাবিউলারির জন্য আমার তৈরি করা ১২ টা ভিডিও টিউটোরিয়াল Youtube এ আছে। প্রতিটা ৫-৭ মিনিটের ভিডিও, ১২ টা মিলে মোট ৭০-৭৫ মিনিট। ‘Sujan Debnath’ বা ‘অব্যয় অনিন্দ্য’ লিখে Youtube –এ সার্চ দিলেই পাওয়া যাবে। যদি এগুলো প্রাকটিস করতে চান, তাহলে, আমার পরামর্শ হল - কয়েকবার শুনতে হবে। ডাউনলোড করে গানের মত শুনলেও কাজে দিতে পারে। সবমিলে ৩৯ টা শব্দের গ্রুপ আছে। ভিডিওর শব্দগুলোকে খাতায় লিখে ফেলতে পারেন। এরপর যেখানে যে ওয়ার্ড নতুন পড়বেন, সেটা যদি ওই ৩৯ টা গ্রুপের কোনটার সাথে মিলে যায়, সেখানে লিখে ফেলবেন। না মিললে নতুন গ্রুপ করে লিখে ফেলবেন। এভাবে আপনার নিজের একটা ভোকাবিউলারি খাতা হয়ে যাবে। ২-৩ সপ্তাহেই দেখবেন অনেক অনেক কনফিডেন্ট হয়ে গেছেন। পরে ১৫দিন পর পর পুরা ওয়ার্ড খাতাটা রিভাইস করবেন। ভোকাবিউলারির কোন সাজেসশন হয় না, এক্ষেত্রে কনফিডেন্ট হতে পারাটাই আসল। শুধু ভোকাবিউলারি পড়লেই হবে না, আগের বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার যা এসেছিল, সেগুলোর মত প্রাকটিস করতে হবে। তবে যারা ৩৫-তম নিয়েই শুধু ভাবছেন, তাঁদের কিন্তু সারাদিন বসে ভোকাবিউলারি পড়ার টাইম নাই।

সাথে বাজারের যে কোন ভোকাবিউলারি বইতেই চলবে। অবশ্যই আগের প্রশ্ন প্রথমে সলভ করতে হবে। আর যারা সময় নিয়ে ভোকাবিউলারি পড়তে চান, তাঁরা Word Smart (I &II) পড়তে পারেন।

আমি কমেন্টস-এ ইউটিউব লিংকগুলো দিয়ে দিলাম। এখান থেকে ডাউনলোড করা যাবে। আর একান্তই ডাউনলোড করতে না পারলে আমাকে ইমেইল আইডি দিয়েন, আমি ৩ দিন পরে ইমেইল করে দিব।

আসলে সাফল্যের মনে হয় তেমন কোন সর্টকাট নেই, তেমনি ভোকাবিউলারী মনে রাখার সর্টকাট নেই। তো এখানে আমি ক্লু-ফ্লু দিয়ে চেষ্টা করলাম রাস্তাটাকে একটু মসৃণ করতে। একটা অডিও কয়েকবার শুনলে রাস্তাটা সহজ হতে পারে। সবার জন্য শুভকামনা। Achieve Your Passion.

//সুজন দেবনাথ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.