নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

চাকুরীর সন্ধানে ****

০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

চাকুরীর সন্ধানে ****
শুক্রবার। ঢুলুঢুলু তন্দ্রালু চোখে প্রায় ৫০০ কিমি জার্নির পর এক বুক আশা নিয়ে নামতাম ঢাকার পিচ ঢালা রাস্তায়, ইট পাথর আর কংক্রিটের শহরে।অসং্খযবার আসতে হয়েছে শুধু জীবন ও জীবীকার তাগিদে।মাসের প্রায় শুক্রবারগুলি কাটতো এভাবেই। সাইকেল চালিয়ে বাসায় বাসায় টিঊশনি করিয়ে যে ৮/১০ হাজার টাকা জুটতো পুরোটাই ঢালতাম চাকুরীর পিছনে। আর বাড়ি থেকে শুনাতো নিরাশার বাণী। বলে কিনা টাকা ছাড়া কে দেবে চাকুরী। আমার পরিচিতজনেরাই ক্লান্ত হয়ে যেত আমার ছুটাছুটিতে কিন্তু আমি কখনোই ক্লান্তিবোধ করতাম না। মাঝেমাঝে নিজেকে বড়ই অসহায় মনে হতো তখন খুবই কস্ট পেতাম। কিন্তু আত্মবিশ্বাস হারাইনি কখনো।ঢাকায় পরিচিত তেমন ছিল না ।মাঝেমাঝে পারকের বেঞ্চিতে শুয়ে ঢাকার আকাশ দেখতাম। সেই দিনগুলি ছিল অন্যরকম ছন্দময়। মহান আল্লাহ আমাকে নিরাশ করেননি।এক এক করে ৪ খানা চাকুরী জুটেছিল।সবশেষে বিসিএস শিক্ষা। খেয়ে পরে সসম্মানে বেচে থাকার একটা অবলম্বন। ইতি ঘটলো আমার জীবীকার সংগ্রামের।কিন্তু সেই সংগ্রামী বন্ধুদের ভুলতে পারিনা যারা এখনো তন্দ্রালু চোখ, একবুক আশা, একমুঠো স্বপ্ন আর সীমাহীন আত্মবিশ্বাস নিয়ে পাড়ি জমায় ঢাকায়।জয় হোক তাদের।।জয় হোক সংগ্রামী জীবনের।।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.