নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

সটকার্ট গণিত

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

গনিতের শর্টকাট সূত্রাবলী_______

পরীক্ষা ও পরীক্ষার্থী বিষয়কঃ
৮. উভয় বিষয়ে ফেলের হার উল্লেখ থাকলে উভয় বিষয়ে পাশের হার নির্ণয়ের ক্ষেত্রে-

পাসের হার=১০০-(১ম বিষয়ে ফেলের হার+২য় বিষয়ের ফেলের হার-উভয় বিষয়ে ফেলের হার)

যেমন- কোন পরীক্ষায় ২০% পরীক্ষার্থী গনিতে এবং ৩০% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করল। উভয় বিষয়ে ১৩% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?

=১০০-(২০+৩০-১৩)=৬৩%

৯. উভয় বিষয়ে পাশের হার উল্লেখ থাকলে উভয় বিষয়ে ফেলের হার নির্ণয়ের ক্ষেত্রে-

পাসের হার=১০০-(১ম বিষয়ে পাশের হার+২য় বিষয়ের পাশের হার-উভয় বিষয়ে পাশের হার)

যেমন- কোন পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গনিতে এবং ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করল। উভয় বিষয়ে ৬০% পরীক্ষার্থী পাশ করলে শতকরা কত জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো?

=১০০-(৮০+৭০-৬)=১০%

১০. উভয় বিষয়ে পাশ ও ফেল উল্লেখ থেকে মোট শিক্ষার্থী নির্ণয়ের ক্ষেত্রে-

={উভয় বিষয়ে পাসকৃত ছাত্র/(১ম বিষয়ে ফেল+ ২য় বিষয়ে ফেল+উভয় বিষয়ে ফেল)}*১০০

যেমন-

কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে। তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

{৩০০/(৩০+২০+১০)}*১০০=৫০০জন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.