![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
Cūstoms Officer
23 hrs
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ ফেব্রুয়ারি। সেই হিসেবে প্রার্থীদের হাতে সময় আছে ৩ মাসেরও কম। বছর হিসেব করলে তা যাবে দশমিকের ঘরে। কিন্তু হিসেবের উল্টো দিকটাও রয়েছে। দিন হিসেবে এখনো বাকি পুরো ৮৫ দিন। ঘন্টা হিসেবে ২,০৪০ ঘন্টা, মিনিট হিসেবে ১,২২,৪০০ মিনিট এবং সেকেন্ড হিসেবে পুরো ৭৩,৪৪,০০০ সেকেন্ড এরও বেশি। অনেক সময় বটে। অনেক সফল ক্যাডারকেই এরও কম সময় প্রস্তুতি নিয়ে প্রিলিমিনারি পাস করতে দেখেছি। নিজেরটাই বা বলিনা কেন ? যে বার বছর ধরে প্রস্তুতি নিয়েছি, সে বার শুরুতেই বোল্ড হয়েছি। আর যে বার অফিসের যন্ত্রনায় প্রস্তুতি দূরে থাক, পরীক্ষায় অংশগ্রহণই অনিশ্চিত ছিল, সে বারই স্বপ্নকে স্পর্শ করতে পেরেছি। রহস্যটা আজও বুঝতে পারিনি, ভাগ্যের ক্যারিশমা ছিল বোধ হয়। যাই হোক, আবারও বলছি, ৭৩,৪৪,০০০ সেকেন্ড মোটেই কম সময় নয়। শুধু দরকার পরিকল্পনা মত সময়টুকু কাজে লাগানো। এখনও পৃথকভাবে প্রতিটি বিষয়ে অন্তত এক সপ্তাহ করে বিশেষ প্রস্তুতি নেবার সুযোগ রয়েছে। তারপর সম্মিলিত রিভিশন। ফাঁকে ফাঁকে অভিজ্ঞজনদের সাথে আলোচনার মাধ্যমে পাঠ্য সংযোজন/বিয়োজন। প্রিলিমিনারি পাস করার জন্য ৭০% নম্বরই যথেষ্ট। সুতরাং, "পাগলে কি-না বলে, ছাগলে কি-না খায় আর মগায় কি না পড়ে" নীতি অনুসরণের বিকল্প নেই। সূত্র-১ : আত্মবিশ্বাস, আত্মসম্মান বাড়ান, আপনিই পারবেন। সূত্র-২ : নিজেকে আপাতত: গুটিয়ে নিন, আজাইরা কর্মকাণ্ড ছাড়ুন। সূত্র-৩ : বেঁছে বেঁছে পড়ুন, মনযোগ দিয়ে পড়ুন। সূত্র-৪ : অভিজ্ঞদের নির্দেশনা নিন, গুজবের সাগরে সাঁতার কাটবেন না। সূত্র-৫ : সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া কিছু হয়না, তাকে কনভিন্স করার চেষ্টা অব্যাহত রাখুন।
©somewhere in net ltd.