নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র - ১

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র - ১

--------------- ডঃ রমিত আজাদ



গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ বা দর্শন। কি এই গণতন্ত্র, কোথা থেকে এর উদ্ভব, এই দর্শন প্রতিষ্ঠার পিছনে কারা ছিলেন, বিশ্বের অতিত ইতিহাসে গণতন্ত্র কখন কেমন ছিল, কি করে তা রাষ্ট্রযন্ত্রে স্থান পেল, কতটুকু সফল এই রাজনৈতিক মতাদর্শ, এর বিকল্প কিছু আছে কিনা; বিভিন্ন জ্ঞানী, খ্যাতিমান, রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ও লেখকেরা এই মতাদর্শের পক্ষে ও বিপক্ষে কি বলেছেন বা লিখেছেন এই সম্পর্কে ধারাবাহিক লিখে যাব। আপনাদের গঠনমূলক মতামত কামনা করছি।



প্রথমে উল্লেখ করছি সুখ্যাত ভারতীয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়-এর ইতিহাসের স্বপ্নভঙ্গ বইয়ের একটি অংশ:



আমাদের দেশের গ্রামে-গন্ঞ্জে, আধা মফস্বলে আমি ঘুরেছি অনেক। আমি দেখেছি বাধের উপর বসে থাকা বিষন্ন মানুষ, যার কোন কাজ নেই, পেটে ভাত নেই। দেখেছি খরায় বিবর্ণ ফসলের খেতের পাশে দাঁড়িয়ে থাকা বিমর্ষ চাষীকে। বস্তির ধারে ছোট ছোট বাচ্চারা খেলা করে ধুলোর মধ্যে । শহরের চৌরাস্তায় গাড়িগুলো থামলে শিশু কোলে নিয়ে ভিক্ষে চাইতে আসে জননী। পুরিষের পাত্র মাথায় করে নিয়ে যায় হরিজন। এরা যেন অনন্তকালের স্রোতে এক-একটি বিন্দু। কোনও পরিবর্তন নেই। আমাদের শৈশবে যেমন শিশুকোলে জননীকে ভিক্ষা করতে দেখেছি, আজও তাই দেখছি। গণতন্ত্র এই শিশু ও জননীকে মাথার উপর একটি আচ্ছাদন দিতে পারেনি, দিতে পারেনি একটি সম্মানজনক জীবিকা। কোন শিল্পী হয়তো সেই ভিখারিণীর মর্মন্তুদ ছবি আঁকেন, তার জন্য বাহবা পান, লেখা হয় কবিতা, মঞ্চস্থ হয় নাটক, তবু চৌরাস্তার মোড়ে শিশু কোলে জননীকে দেখতে পাওয়া যাবেই। ছোটবেলায় রাস্তার মুচিকে ঠিক যে অবস্থায় যে পোষাকে বসে থাকতে দেখতাম, এখনও তারা ঠিক সেরকমই রয়েছে। বাড়িতে ধাঙরেরা আসে খালি পায়ে, নেংটি পড়ে, আমাদের ঠাকুরদারা যেমন দেখেছিলেন আমরাও সেরকমই দেখছি। প্রতিদিন যে মানুষটি আসে তার নামও আমরা জানি না, ওরা সবাই ধাঙর বা মেথর। আফ্রিকার কেনিয়া শহরে আমি জুতো পায়ে মেথর দেখেছি, পরনে প্যান্ট-শার্ট। আমাদের এখানকার যেকোন ধনী কিংবা সাম্যবাদীর বাড়ির মেথরের একই রকম চেহারা। কাশী শহরে ভিখিরির লাইনের মধ্যে এক বৃদ্ধকে দেখে আমি চমকে উঠেছিলাম, তার মুখে অজস্র আঁকিবুকি, সামনে হাত পেতে বসে সে ঘুমে ঢুলছে। আমার মনে হয়েছিল ঐ ভিখিরির বয়স আড়াই হাজার বছর। গৌতম বুদ্ধ ওকে যেমন দেখেছিলেন, আমরাও সেই অবস্থাতেই দেখছি। কিছুই বদলাতে পারিনি।



এই গণতন্ত্র আমাদের কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে? কোন পথে আসবে সমস্ত মানুষের মুক্তি? নাকি সেই মুক্তি কোন দিনই আসবে না? তার আগেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী কিংবা মানব সভ্যতা? যদি মানব সভ্যতার বিনাশ হয়ই, তবে তা পরমাণু অস্ত্র বা বিষবাস্পে হবে না। হবে বঞ্চিত মানুষের দীর্ঘশ্বাসে।





(চলবে)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল পোস্ট পড়ে।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

রমিত বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

মাহমুদুর রাহমান বলেছেন: +

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

রমিত বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ইশতিয়াক শাহরিয়ার বলেছেন: +
চালিয়ে যান। সাথে থাকছি।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

রমিত বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: গণতন্ত্র গন অর্থ জন তন্ত্র অর্থ শাসন
জনগণের শাসন
প্রথম এল কোরআনের বানি
তোমরা সমষ্টি গত ভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধর
যুগে যুগে নবী রাছুল গন
তাই দিল গণতন্ত্রের ডাক
মুহাম্মদ সা মদিনা রাসটের মাধ্যমে প্রজাতন্ত্র বা গণতন্ত্রের মুল
ভিত্তি গড়ে তুলেন ।
যার সংবিধান আল্লাহর কোরআন ।
আবার সংজ্ঞা অনুযায়ী বর্তমানে নাই তার সঠিক বাস্তবায়ন
রয় শুধুই লোভের ছায়া আর মিথ্যাচার
মুক্তি পাক গণতন্ত্র
ফিরে আসুক জনতার অধিকার

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

রমিত বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। পরবর্তিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
কাল পরশু চেষ্টা করব আর একটি পোস্ট দিতে।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

অতুল মিত্র বলেছেন:
শুরুটা তো ভালই লাগল।

লেখা নিয়ে কোন মন্তব্যে এখন যাচ্ছি না। যেহেতু ধারাবাহিক লেখার চ্যলেঞ্জ নিয়েছেন আমি ধৈর্য নিয়ে পাঠ করে যাব। আমরা যেখানে থেমে যাই, কেউ না কেউ সেখান থেকেই শুরু করে। তাই এই প্রবন্ধের শব্দের জাল বুনবার কাজটি আমরা চালিয়ে যাব।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

রমিত বলেছেন: গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র -২, লেখাটি আজ পোস্ট করেছি। সময় করে পড়লে আনন্দিত হবো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

রমিত বলেছেন: যে গণতন্ত্র সক্রেটিসকে হত্যা করেছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.