নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

আমি একবার দুঃখ ভুলে বসন্তের ফুল পেতে চাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

আমি একবার দুঃখ ভুলে বসন্তের ফুল পেতে চাই

------------------- ডঃ রমিত আজাদ



কাল ছিল শীতের শেষ রাত,

আলোহারা রজনীর নিঝুম নিস্তদ্ধতা,

আজ বসন্তের প্রথম দিন,

ফুলের সৌরভের মাতামাতি, কোকিলের গান।

সৌভাগ্যক্রমে এটিই তোমার জন্মদিন।



কেমন আছ তুমি?

খুব জানতে ইচ্ছা করে আমার।

তুমি কি সুখে আছ?

নাকি আমার মতোই কষ্টে কাটে দিন?

নিঃসঙ্গতায় ভোগো?

না, বোধহয়, তোমার তো স্বামী রয়েছে।

অবশ্য আমারও রয়েছে স্ত্রী,

তারপরেও কিন্তু আমি নিঃসঙ্গতায় ভুগী,

কি অদ্ভুত তাইনা?

সঙ্গ আছে তবু নিঃসঙ্গ

আমার খুব জানতে ইচ্ছে করে, তুমিও কি

সঙ্গ থেকেও নিঃসঙ্গ?



আমার অংশিদার যেদিন আমাকে ঠকিয়ে ব্যবসা নিয়ে গেল,

অনেক কষ্ট পেয়েছিলাম,

আমার বাবার উপহার একমাত্র জমিটি যেদিন দখল করে নিল,

অনেক কষ্ট পেয়েছিলাম,

টাকার জন্য যেদিন আপন ভাই দুর্ব্যবহার করলো,

অনেক কষ্ট পেয়েছিলাম,

কিন্তু তোমাকে যেদিন হারালাম,

সেদিনের মত কষ্ট আর কোনদিনও পাইনি,

ঐসব টাকা-পয়সা, জমি-জমার দুঃখ কবেই ভুলে গিয়েছি।

কিন্ত তোমার সাথে বিচ্ছেদের কষ্ট,

এখনও ক্ষত হয়ে জ্বলছে,

ভালোবাসা যে এত দুঃখ, কষ্ট, জ্বালা আর যন্ত্রণা

দিতে পারে তা কে জানত!



তোমাকে ভালোবেসে,

পৃথিবীর সব কিছুই আমার কাছে

মেঘের মত রঙিন মনে হতো।

মনে হতো পৃথিবীতে কষ্ট বলে কিছু নেই,

সিদ্ধার্থ মিছেই বলেছেন, 'জগৎ দুঃখময়!'

জগৎ সুন্দর, সুন্দর, অদ্ভুত সুন্দর,

আমার পাশের রমণীটির মতই সুন্দর!

আর এখন, আমার চারপাশে শুধুই যন্ত্রণা,

সিদ্ধার্থ যথার্থই বলেছেন, 'জীবন মানেই দুঃখ!'



গতরাত ছিল শীতের শেষ রাত,

আমার অতৃপ্ত মনের প্রতীক,

আজ বসন্তের প্রথম দিন,

হাজার হাজার ফুলে ফুটে আছে তোমার ভালোবাসা ।

তোমার মধুর জন্মদিনে,

আমি একবার দুঃখ ভুলে বসন্তের ফুল পেতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.