![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ফিনিক্স পাখীর গল্প বলি শুনুনঃ
------------------------------- ডঃ রমিত আজাদ
গ্রীক পূরাণে ফিনিক্স নামক এক ধরণের পাখী আছে। এরা অগ্নিরাগ ধরে। তখন চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, আর ফিনিক্স নিজের আগুনে নিজেই পুরে মরে ছাই হয়ে যায়। তারপর কোন এক সময় সেই ছাইয়ের উপর বৃষ্টি ঝরলে, সেখান থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। ২০০৬ সালে দেশের রাজনৈতিক দলগুলো অগ্নিরাগ ধরেছিলো। তারপর ১/১১ -এ নিজেদের আগুনে নিজেরাই পুরে ছাই হয়েছিলো। পরবর্তি নির্বাচনে বৃষ্টি ঝরে সেই ছাই থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। দেশের রাজনৈতিক দলগুলো আবারো সেই অগ্নিরাগ ধরেছে।
দোহাই আপনাদের অগ্নিরাগ বন্ধ করুন।
দেশের মানুষের অর্থনৈতিক ও শিক্ষাগত দৈন্য বা অজ্ঞানতার সুযোগ নিয়ে তাদেরকে নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার না করে, বরং এইসব দৈন্য দূর করে তাদের ভাগ্য উন্নয়ন করুন।
রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল হলেও, সেটা কোন বিশেষ ব্যক্তি, দল বা গোষ্ঠির জন্য না। বরং রাজনীতির উদ্দেশ্য দেশের সর্বস্তরের মানুষের জন্য পরম শুভ অর্জন।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
রমিত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
আলমগীর_কবির বলেছেন: ভালো লিখেছেন।