নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
কোন দেশের মানুষ ভালো কি মন্দ বুঝবো কি করে?
------------------------------------------- ডঃ রমিত আজাদ
একবার রিক্সায় চড়ে এক এলাকা দিয়ে যাচ্ছিলাম, প্রচন্ড খারাপ রাস্তা। রিক্সাওয়ালার খুব কষ্ট হচ্ছিলো রিক্সা চালাতে। সে খুব ক্ষুদ্ধ হয়ে আমাকে বললো, "এই এলাকার মানুষ ভালো না।" আমি প্রশ্ন করলাম, "কি করে বুঝলে?" সে উত্তর দিলো, "যে এলাকার মানুষ খারাপ হয় ঐ এলাকার রাস্তাও খারাপ হয়।" আমি অনুধাবন করলাম যে, সে খুব ভালো কথা বলেছে, সত্যিই তো ! যে দেশের মানুষ ভালো সে দেশের রাস্তাও ভালো, আর যে দেশের মানুষ খারাপ, সে দেশের রাস্তা-ঘাটও খারাপ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭
রমিত বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
জাহাঙ্গীর জান বলেছেন: ওর কথা িঠক । ওরা সব িদেক িফেছ থােক । মানসীক ভােব ও িনছু ।
১১ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৯
রমিত বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০
কায়সার আহমেদ কায়েস বলেছেন: একদম ঠিক বলেছেন। একজন মানুষ কেমন তা জানতে তার আশেপাশের অবস্থা দেখলেই বুঝা যায়। আজ মানুষ তার মূল্যবোধ ও নৈতিকতা কে বিসর্জন দেয়ার কারনে দেশের সর্ব ক্ষেত্রে দুর্নীতি নামক সাপের ছোবলে আহত হচ্ছে, তবুও এ থেকে পরিত্রানের জন্য প্রতিবাদ করতেও আমরা এগিয়ে আসছে না।
ধন্যবাদ
১১ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩০
রমিত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
শোয়েব আদনান বলেছেন: সঠিক বলেছেন স্যার। যে দেশের মানুষ যেরকম সে দেশের নেতা-নেত্রী থেকে শুরু করে অর্থনীতি, সমাজ ব্যবস্থা, মূল্যবোধ সবই একইরকম।