নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
নীলপাহাড়ের নীলিমা
---------------- ডঃ রমিত আজাদ।
আমি কি দেখিয়েছি তোমাকে কোন রঙিন স্বপ্ন?
অরণ্যের প্রশান্তি নিয়ে আসা, স্বপ্নের যাদুকর সেজে?
প্রতীক্ষায় রেখেছি কি তোমাকে বুনো সাগরের ধারে,?
কিংবা আকাশ ছুঁয়ে থাকা দূরের নীল পাহাড়ে?
তোমার পুরোটা মন এলোমেলো করে দিয়ে,
হাত ধরে কি উপভোগ করেছি,
গাছ জুড়ে হেসে ওঠা অজস্র শিরীষ ফুল?
অথবা দুজনে কাটিয়েছি কোন নির্জন প্রহর?
তবে কি অভিযোগ তোমার?
বেয়ারা পৃথিবীটা কখনো নিয়ম মেনে চলে,
আবার কখনো কখনো একেবারেই নিয়ম মানেনা।
সেটাই অনিয়ম।
ভালোলাগায়ও অনিয়ম থাকে।
তোমার অস্থিরতা আমি বুঝি নীলিমা।
এ কারণেই অনিয়মের ভালোলাগা
প্রকাশ করতে নেই।
এই অনিয়মের ভালোলাগা মিলনেতো নয়ই,
কেবল বিরহেই শেষ হয়, বিষন্ন পদাবলী সেজে।
মিলনের স্বপ্নজাল মিছেই বোনা।
দেহ হলো জীবন-যৌবন-প্রেম-বার্ধক্য- মৃত্যুর
একটি উত্থান-পতন সঙ্গীত।
স্বপ্নের নদীতীর,
একরাশ ফুল, একঝাক পাখী,
বসন্তের খেয়ালী বাতাস,
বরষার মুখর রাত্রি,
ঢেউয়ের হিল্লোলে সুরের মূর্ছনায় আবিষ্ট বাঁশীর সুর,
সবকিছু উপভোগ করো,
অনিয়মের হাতছানি উপেক্ষা করে।
নিয়মের নায়কের হাত ধরে,
গভীর মুগ্ধতা নিয়ে।
আমার নিঃশ্বাস ঝর্নার কলতান হয়ে,
মিশে যাবে দিগন্তের অস্তাচলে।
তোমাকে খু্ঁজে নেব আমি, আমার কবিতায়
একাকী শঙ্খচিলের ডানায়
ভেসে থাকা মেঘের শুভ্রতায়।
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণদা।
আমি ভালো আছি।
আপনি কেমন আছেন?
অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে বেশ ভালো লাগলো।
ভালো থাকবেন।
২| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৪০
মাক্স বলেছেন: সুন্দর কবিতা।
ভালো লাগলো!
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৫২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৭
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল লাগছে রমিত দা
প্লাস লিয়েন
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯
রমিত বলেছেন: খুশী হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩২
সুপান্থ সুরাহী বলেছেন:
স্বপ্নের নদীতীর,
একরাশ ফুল, একঝাক পাখী,
বসন্তের খেয়ালী বাতাস,
বরষার মুখর রাত্রি,
ঢেউয়ের হিল্লোলে সুরের মূর্ছনায় আবিষ্ট বাঁশীর সুর,
সবকিছু উপভোগ করো,
অনিয়মের হাতছানি উপেক্ষা করে।
ভাল লাগল...
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৪০
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সায়েম মুন বলেছেন: প্রথম তিনটা প্যারা সার্প।
২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:১১
রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯
সকাল রয় বলেছেন:
নিয়ম ভাঙার দলে
কবিতায় ++
২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:১২
রমিত বলেছেন: নিয়ম ভাঙা খুব কঠিন। আপনাকে ধন্যবাদ।
৮| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:০৮
বোকামন বলেছেন:
কবিতায় সপ্তম ভালেোলাগা !!
তোমাকে খু্ঁজে নেব আমি, আমার কবিতায়
একাকী শঙ্খচিলের ডানায়
অসাধারণ .....।
২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:১২
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৯| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩
মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভালো লাগা ।।
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা রমিত'দা
কেমন ছিলেন ?
ভালো থাকবেন সবসময়