নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

আমি একটি বিকেল চাই

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৭

আমি একটি বিকেল চাই

-------------------- ডঃ রমিত আজাদ



আমি একটি বিকেল চাই,

নরম মিষ্টি রোদের বিকেল,

তুমি থাকবে পাশে,

তোমার মিষ্টি মুখের মতই মিষ্টি হবে মেঘ।

আমি আকাশ হবো,

আবীর রংয়ে রাঙা মেঘের আকাশ।



পৃথিবীর সব শোভন এসে ভীড় করবে

তোমার মুখের শান্তি ভরা ছায়ায়

মুক্তো ঝড়া হাসি হেসো হৃদয় সাগর জুড়ে,

আমি উথাল হবো!!



আমি একটি বিকেল চাই,

নরম মিষ্টি রোদের বিকেল,

শিউলী ফুলের সুবাস ভরা উষ্ণ মৃদু বাতাস বওয়া বিকেল,

তুমি থাকবে পাশে,

তোমার মিষ্টি এলোচুলে ফুল সুরভী বাতাস করবে খেলা,

আমি নদী হবো,

হঠাৎ বানের জোয়ার এসে উথলে ওঠা নদী।



পৃথিবীর সব আবেগ এসে ভীড় করবে

তোমার চোখের আবেশ ভরা মায়ায়,

অধর খুলে কিছু একটা বলো,

আমি মাতাল হবো।



দেবে আমায় মিষ্টি রোদের বিকেল?

শিউলী ফুলের সুবাস ভরা বিকেল?

এলোচুলের রৌদ্রছায়ার বিকেল?

মিষ্টি মুখের, মিষ্টি মেঘের বিকেল?

আমি হারিয়ে যাবো!!!

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:১৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগলো

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২১

রমিত বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:১১

আতা2010 বলেছেন: মুক্তিযোদ্ধা মানেই ধোয়া তুলসী পাতা নয় ! তাদেরও আছে লোভ আর ব্যক্তিস্বার্থ চিন্তা।
Click This Link

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২৭

রমিত বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২০

আহমেদ জী এস বলেছেন: রমিত,

একটি না-বলা অনুভূতির কথা, যা সম্ভবত প্রতিটি মানুষেরই কাম্য ; ফুটিয়ে তুলেছেন সুন্দর করে ।

প্রতিটি মানুষই যার খানিকটা হলেও হৃদয় বলতে কিছু আছে , এটা তার অন্দরমহলের কথা । কবিতায় আপনার এই বাসনাটুকু ভালো লাগলো ।

শুধু একটি বিকেল নয় আমার যে সারাটা দিন চাই ....

কিন্তু কঠিন সত্য হলো - এই একটি বিকেলকে খুঁজে পা্ওয়া ভার ।
এমোন একটি থীম নিয়ে আমার লেখা একটি কবিতার শেষের দিকের দু'টো লাইন তুলে দিলাম -

.....কী দুঃখেই-বা হে নারী, করেছ পাতকী তারে –
কোথা দিয়েছো নির্বাসন, নির্জন কোন পারাবারে ?
...............

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২৮

রমিত বলেছেন: খুব সুন্দর বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++++++++

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ।

৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:০৯

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: অসাধারন লাগল স্যার। ++++

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৭| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মামুন রশিদ বলেছেন: চমৎকার +++

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.