নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

আমার চোখে তুমি ভেসে থাকা ছবি

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৩



আমার চোখে তুমি ভেসে থাকা ছবি


------------------ ডঃ রমিত আজাদ



কোন স্বপ্ন নেই এই অনাকাঙ্খিত প্রেমের,

পরিসমাপ্তিও নিস্ঠুর হবে জানি,

তবুও ফুলের সুরভী হয়েছো মনে,

আর আমি নির্বাক বৃক্ষরাজী।



খুব সম্ভবত সব কিছুর জন্য দায়ী,

তোমার ঐ নিষ্পাপ দুটি আঁখি।

সেই আঁখির গভীর অন্তরে হৃদয়,

হ্রদের স্বচ্ছ জলে ফোটে,

তোমার কায়ার ছায়া।





তরুনীর প্রসাধনীর নেশা ধরানো সুবাস,

ঘন কালো চুলে তেলের মাদক গন্ধ,

কথার মোহনীয় সুরের সাথে মেশে,

হৃদয় কাঁপানো চোখের তারার হাসি।



আমাকে কি দোষ দেবে বলো?

আমি কি মানুষ নই?

বুকের বাঁ দিকে কি

ছোট্ট একটি হৃদপিন্ড স্পন্দিত হয়না?





প্রণয়ডোর? সেতো ছিলোই না কখনো,

তার আগেই তো বিরহ এলো!

ঝড়ো বাতাসে উড়ে আসা কিছু আবেগ,

এখন সাইক্লোন হয়ে ফুঁসে উঠেছে!



থাক, থাক সবকিছু,

আমি আর কিছু শুনতে চাইনা,

শুধু বলবো,

আমাকে দোষারোপ করোনা,

তোমাকে আমি বাঁধিনী কোন মায়ায়,

তোমার ললাটে আঁকিনি একটিও উষ্ণ চুম্বন।





যেমন দূরে ছিলাম তেমনি দূরেই রবো,

ধরে নেব, এই অনাকাঙ্খিত প্রেম

ফিনিক ফোটা জ্যোৎস্নার আলো নয়,

বরং অমাবশ্যার বিভ্রান্তি।

অযথাই পার করবো কিছু নির্ঘুম রজনী

হৃদয়ে রক্তক্ষরণে পুষে রাখবে কিছু উদ্ভ্রান্ত দুখঃ





তোমার নিস্পাপ আঁখি দুটি ছায়াশূণ্য হতে পারে,

তবে আমার দুটি বিষাদ ভরা চোখে

কেবলই তোমার ছবি,

কেবলই তোমার ছবি,

কেবলই তোমার ছবি।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: আহা!

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

রমিত বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

বোকামন বলেছেন:
ফিনিক ফোটা জ্যোৎস্নার আলো নয়,
বরং অমাবশ্যার বিভ্রান্তি।

কবিতাটি দারুণ লাগলো !!
[২+]

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভ্রাতা ++++++++

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৭

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ

৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১০

রোমেন রুমি বলেছেন: ভাল লাগল ।

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.