নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

আজ আমার ভীষণ অসুখ, তুমি কিছু বলবে না?

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

আজ আমার ভীষণ অসুখ, তুমি কিছু বলবে না?

------------------------ ডঃ রমিত আজাদ



আজ আমার ভীষণ অসুখ,

বিছানা থেকে নড়তেই পারছি না প্রায়।

শরীরটার অসুখ করেছে,

হৃদয়টাও পিছিয়ে নেই,

যে ঘুম ঘুমানোর চেষ্টা করছি

তাকে আধো ঘুম, আধো জাগরণ বললেই ভালো হবে।

সেই আধো আধো ঘুমে আমার চোখে জাগে কেবলই তোমার ছবি।





আমাদের ছাড়াছাড়ি হয়েছে সেই কবে!

তবুও সারাক্ষণ তোমার ছবি আমার নয়নে ভাসে।

অসুস্থ মানুষের আবেগ বোধহয় বেড়ে যায় খুব!

আমার মন চায়, তুমি স্বপ্নের মেঘ হয়ে এসো,

এলোমেলো চুলের ফাঁকে আঙুল বুলিয়ে দাও,

কঠিন ভালবাসায় আমাকে জড়িয়ে নাও আরেকবার।



মন খুব চায়

জোছনার ফুল হয়ে আবার আসো তুমি,

কপালে তোমার নরম হাতের স্পর্শ পড়ুক,

ঐ স্পর্শই যেন মহা ঔষুধ হবে, আমি চট করে ভালো হয়ে উঠবো।

কিন্তু তাতো আর হবার নয়,

আমরা এখন দুই মেরুর দুজন,

উত্তাল সাগর আর প্রকান্ড মহাদেশ পেরিয়ে,

আর হবেনা দেখা জানি।

তারপরেও অপেক্ষা করি,

কাছে না এলে, পাশে এসে নাইবা বসলে,

এই মোবাইল টেলিফোনের যুগে,

অন্ততপক্ষে একবার টেলিফোন করে বলো,

"তোমার খুব অসুখ? আহারে! একদম দুশ্চিন্তা করবে না।

দেখো ঠিক ঠিক সেরে উঠবে তুমি!"

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আমাদের ছাড়াছাড়ি হয়েছে সেই কবে!
তবুও সারাক্ষণ তোমার ছবি আমার নয়নে ভাসে।
অসুস্থ মানুষের আবেগ বোধহয় বেড়ে যায় খুব!
আমার মন চায়, তুমি স্বপ্নের মেঘ হয়ে এসো,
এলোমেলো চুলের ফাঁকে আঙুল বুলিয়ে দাও,
কঠিন ভালবাসায় আমাকে জড়িয়ে নাও আরেকবার।


+++++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

আমিনুর রহমান বলেছেন:



ভালোবাসা পাওয়ার আকুতি +++

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

রমিত বলেছেন: ঠিক, যথাযথ মন্তব্য।
আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.