নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
আমার সমস্ত গান তোমার জন্যে, আমার সমস্ত কবিতা তোমার জন্যে
--------------------- ডঃ রমিত আজাদ
আমার সমস্ত গান তোমার জন্যে,
আমার সমস্ত কবিতা তোমার জন্যে,
আমার সবগুলো গল্পও তোমার জন্যে,
আমার উপন্যাসের প্রতিটি পাতাই তোমার জন্যে।
সাদা কাগজের বুক আঁচড়ে কৃত প্রতিটি ক্ষত তোমার জন্যে,
ভারী বইয়ের প্রতিটি পাতার পূর্ণ আভাস তোমার জন্যে,
ঊষার আকাশে জ্বলে ওঠা শুকতারা তোমার জন্যে,
গোধুলীর রঙে ভেসে ওঠা চন্দ্রিমা তোমার জন্যে।
সবুজ ঘাসের ডগায় জমে থাকা হীরে ঝলমলানি শিশির তোমার জন্যে,
রাতের আঁধারে নীরবে ঝরে পড়া শ্রাবনের টিপটিপ বৃষ্টি জন্যে।
উত্তাল সাগরের বুকে ভেসে বেড়ানো গাংচিলের গান তোমার জন্যে,
সুনিপুন ওস্তাদের হাতে বেজে ওঠা প্রতিটি বীনার তান তোমার জন্যে,
আমার বাগানের প্রতিটি ফুল কেবলই তোমার জন্যে,
আমার ক্যানভাসে ফুটে ওঠা চিত্রাঙ্কনগুলি তোমার জন্যে,
দুর্গম হিমালয়ে উঠে যাওয়ার সাফল্য তোমার জন্যে,
মহাসাগর পেরিয়ে দক্ষিণ মেরু জয়ের আনন্দ তোমার জন্যে,
বুকের কষ্টে শুকিয়ে যাওয়া মরুভূমির শূণ্যতা তোমার জন্যে,
আকুল প্লাবনে ভেসে যাওয়া জনপদ তোমার জন্যে,
শ্বাশত প্রেমের পাখীডাকা ভোর তোমার জন্যে
আফসোসের সায়াহ্নে দাঁড়িয়ে উষসীর বৃথা স্বপ্ন তোমার জন্যে,
আকাশ ভেঙে নেমে আসা বর্ষার কান্না তোমার জন্যে ,
ক্ষেত-কসবা-বন লন্ডভন্ড করে ফেলা টর্নেডো তোমার জন্যে ,
নিশুতি রাতের প্রতিটি রঙিন স্বপ্ন তোমার জন্যে,
প্রতিটি কাকডাকা ভোরে জেগে উঠে প্রতীক্ষা তোমার জন্যে,
টুকরো টুকরো হয়ে যাওয়া
হৃদয়ের সব দুঃখ-কষ্ট-আবেগ তোমার জন্যে
দৃষ্টিকোনে চিকচিক করে ওঠা নোনাজল তোমার জন্যে ,
সেই থেকে বদলে যাওয়া পৃথিবী তোমার জন্যে ,
অবশিষ্ট আয়ুষ্কালের সবটুকু ভালোবাসা তোমার জন্যে
নির্লিপ্ত মূল্যহীন আমার বিধ্বস্ত জীবনের পুরোটাই তোমার জন্যে ।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
রমিত বলেছেন: ধন্যবাদ!
২| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯
রিভানুলো বলেছেন: দ্বীতিয় ভালোলাগা ।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
রমিত বলেছেন: ধন্যবাদ!
৩| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮
বোকামন বলেছেন:
দৃষ্টিকোনে চিকচিক করে ওঠা নোনাজল তোমার জন্যে
বাহ ! বেশ লাগলো কবিতাটি ! সুন্দর !!
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪
রমিত বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯
ভারসাম্য বলেছেন: শুভ জন্মদিন!
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬
ভারসাম্য বলেছেন: প্রথম ভাল লাগা!