নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ঘূর্ণাবর্তে আমরা
----------------- ডঃ রমিত আজাদ
হয় আপনি, নয় তিনি, এইতো চলছে?
আপনি পক্ষে, তিনি বিপক্ষে,
না না তিনি পক্ষে, আপনি বিপক্ষে,
না না আপনারা দুজনেই পক্ষে, আমরা বিপক্ষে,
ভুল বকছি বোধহয়
আমরা পক্ষে, আপনারা দুজনে বিপক্ষে,
কি জানি বুঝতে পারছি না,
মাথাটা এলোমেলো হয়ে গেছে বোধহয়।
আসলে আমরা কেউ নই, আপনারাই সব,
আপনারা চাইলে হবে, না চাইলে হবেনা,
আপনি আশ্বাস দেবেন, তিনি দেবেন প্রতিশ্রুতি,
আমরা অগাধ বিশ্বাস নিয়ে শুনবো।
আপনারা যা বলবেন, আমরা তাই বলবো,
যদি বলেন আলু ভালো, আমরা বলবো আলু ভালো,
যদি বলেন আলু খারাপ, আমরা বলবো আলু খারাপ,
আমরা তো আর আলুর সমর্থক নই,
আমরা আপনাদের সমর্থক!
আপানাদের অতীব বাধ্যগত, একান্ত বিশ্বস্ত!
আমাদের কিছু নেই, সবকিছু আপনাদেরই,
আমরা আছি আপনাদের জন্যে,
কি করতে হবে বলুন? করে দেব।
ওকে শায়েস্তা করতে হবে? করবো।
বকাবকি করে তার গুষ্টি উদ্ধার করতে হবে?
নো প্রবলেম আমরা আছি,
দুহাত ক্রমাগত শূণ্যে তুলে দিয়ে,
সমানে চিৎকার করে যাবো।
যদি বলেন আমাদেরই পাঁকা ধানে মই দিতে,
সেটাও দিয়ে দেব,
কি হবে আমাদের ধান দিয়ে?
আপনাদের জন্য না হয় দুবেলা উপোষই করলাম!
প্রেয়সীর প্রেম, দারুচিনী দ্বীপের মেয়ে, কৃষ্ণচূড়ার রঙ,
আকাশে মেঘের ভেলা, ঝিলের জলে ফুটন্ত নীলপদ্ম,
শিক্ষাঙ্গনের জ্ঞানগর্ভ আলোচনা,
বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লব,
সব শিকেয় তুলে রেখেছি,
কি হবে ও দিয়ে?
আপনি আর তিনি মিলে
আমাদের কালসাপের নাচন দেখাবেন,
ভয়ার্ত সব দিন, আর নিঃশব্দ নির্ঘুম রাতে,
মারণাস্ত্র, বারুদ, আহত-নিহতের আর্তনাদ,
অবিশ্রান্ত কফিনে পেরেক ঠোকা,
ফিরে ফিরে আসে, যায় আবার আসে,
উহ্! কি এক ঘূর্ণাবর্তে আমরা!!!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৭
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮
তারছেড়া লিমন বলেছেন: অনেক সুন্দর হয়েছে ........কবিতায়++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++