নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
বিষধর সাপ যদি ফনা তোলে
------------------------------- ডঃ রমিত আজাদ
বিষধর সাপ যদি ফনা তোলে,
হাতে অঙ্গার নাও।
ফনা নেমে গিয়ে মিঠে কথা হবে সাপের নতুন বুলি,
তখন ভুলোনাকো যেন, এই সাপই ফনা তুলেছিলো কাল।
নাগেদের দিয়োনাকো দুধ, তোমার টাকায় কেনা,
হঠাৎ ছোবল যদি পড়ে,
যমুনার জল কালো হয়ে যাবে দংশনে,
তারপর সব নদ, শাখানদী, উপশাখা,
শিরায় শিরায় মিশ্রিত হবে বিষময় স্রোত,
তুমিই হয়ে যাবে খুন।
এই নদী, চাঁদ, পাখিগুলো যদি ডানা ঝাঁপটায়,
নাগের ফোঁসানী ফনিমনসার বনে জেনে রেখো,
ফনিমনসার কাঁটার আঘাতে
ছড়ে যেতে পারে তোমার কোমল দেহ,
তবুও এগিয়ে গিয়ে মেরে ফেলো সাপটাকে, যদি পারো,
নয়তো ও আবারো ছোবল দেবে।
০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৫
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো।
সবাইকে শুভেচ্ছা।
০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৬
রমিত বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১০
টুন্টু কুমার নাথ বলেছেন: apni tho vai oshadharon ek kobita lekhe jhi ke mere bou ke shikka korar kotha mone koria dilen
০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
সপন সআথই বলেছেন: ++ বাহ!
০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
রমিত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
বোকামন বলেছেন:
শিরায় শিরায় মিশ্রিত হবে বিষময় স্রোত,
তুমিই হয়ে যাবে খুন।
আহা ... দারুণ লিখেছেন ভাই
নাগের ফোঁসানী ফনিমনসার বনে জেনে রেখো,
ফনিমনসার কাঁটার আঘাতে
ছড়ে যেতে পারে তোমার কোমল দেহ,
কবিতার ছন্দ উপভোগ করলুম ।
শুভকামনা ।।
+