নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

নির্ঘুম রাত্রী

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০১

নির্ঘুম রাত্রী

----------- রমিত আজাদ



অবশেষে নিঃশব্দ রাত

মৌন বার্তা জানিয়ে দিলো

নক্ষত্রের ম্লান আলোয় ভিজে,

তোমার নির্ঘুম রাতের মতো,

সেও জেগে থাকে বুনো চাঁদ

আর তারাদের সাথে।

কয়েক সহস্র যোজন

যখন তোমাদের ব্যবধান,

সেখানে আকাশ ছুঁয়ে দেখো,

একে অপরের স্পর্শ

পেলেও পেতে পারো।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৯

সাজিদ কবির বলেছেন: দারুন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

রমিত বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
নির্ঘুম রাতের মতো,
সেও জেগে থাকে বুনো চাঁদ
আর তারাদের সাথে।


সুখোপাঠ্য !
ভালো থাকুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৯

রমিত বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.