নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

আমাদের কুরুচীর কবলে পড়ে সুন্দর আর সুন্দর থাকেনা!

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৩

আমাদের কুরুচীর কবলে পড়ে সুন্দর আর সুন্দর থাকেনা!



বনানী-গুলশানে কানেকটিং রংধনু ব্রীজটি যখন করা হয়েছিলো, শুরুতে খুব সুন্দর লাগছিলো। তখন তত্ত্বাবধায়ক সরকারের আইনের কড়াকড়িও ছিলো। যেই তত্ত্বাবধায়ক সরকার সরে গেলো অমনি একের পর এক পোস্টার লাগতে শুরু করলো ঐ ব্রীজে। ব্যাস শ্রীহীন হয়ে গেলো সেতু। অনুরূপভাবে হাতির ঝিল প্রকল্পটিও চমৎকার হলো, মনোহর দৃশ্য তৈরী হলো নগরীর মাঝখানের ঐ জলাধারে। গতকাল ঐ পথ ধরে আসছিলাম। মনটা খারাপ হয়ে গেলো, দেখলাম ইতিমধ্যেই পোস্টার লাগতে শুরু করছে ব্রীজগুলোর পিলারে, আশেপাশের দেয়ালে, ইত্যাদি। নাহ্‌, আমাদের কুরুচীর কবলে পড়ে সুন্দর আর সুন্দর থাকেনা!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯

নাঈম_নাজিউর বলেছেন: স্যার সেইম জিনিস দেখা যায় নতুন কুড়িল এবং যাত্রাবাড়ি ফ্লাইওাভরেও। আবার ক্যান্টনম্যান্ট এর ফ্লাইওভারে/দেয়ালে লাগানোর সাহস পায় না এরা। কঠিন নিয়ম করা উচিত যে যাদের প্রচারনা করা হবে তাদের বের করে শাস্তি দেওয়া হবে। এর চেয়ে বড় কথা একটা সুন্দর জিনিস সুন্দর রাখতে আমাদের অনেক সমস্যা, লোয়ার লেভেলের অর্শ/গেজ এই টাইপের পোষ্টার মানা যায় এরা অশিক্ষিত কিন্তু GED কোচািং করাবে এই সব লোকেদের রুচিতেও সমস্যা তাহলে বুঝেন আমরা কৈ আছি! এই মানসিকতা কবে চেন্জ হবে খোদা জানে!

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫

রমিত বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আসলে, 'পোস্টার লাগানো নিষেধ' - এই আইন রয়েছে। কিন্তু আইনের কোন প্রয়োগ নেই। আমাদের সচেতনতারও প্রচন্ড অভাব।

২| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

বেলা শেষে বলেছেন: আমাদের কুরুচীর কবলে পড়ে সুন্দর আর সুন্দর থাকেনা!
A lot of organisations trained others for doing- bad things....

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫

রমিত বলেছেন: জ্বী, ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.