নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে ইউক্রেন, স্মৃতিতে রাশিয়া - ১

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৭

স্মৃতিতে ইউক্রেন, স্মৃতিতে রাশিয়া - ১

----------------------------------------- ড. রমিত আজাদ



Ukraine in memories, Russia in memories – 1

---------------------------------------------Dr. Ramit Azad





ইউক্রেন নিয়ে রাশিয়া এবং পশ্চিমাদের (পশ্চিম ইউরোপ ও আমেরিকা) মধ্যে একটা প্রচন্ড ঠান্ডা লড়াই শুরু হয়েছে। এই ঠান্ডাটা হঠাৎ করেই আবার গরম হয়ে যায় কিনা, সেই আশঙ্কাও করছে অনেকে। আমি বর্তমানে অবস্থান করছি আমার জন্মভূমি বাংলাদেশে, ঘটনাস্থল থেকে অনেক অনেক দূরে। তারপরেও পরিস্থিতি আমাকেও উদ্বিগ্ন করছে, পাশাপাশি ব্যাথিতও করছে, কেননা দুটি দেশেই আমি অনেকগুলো বছর কাটিয়েছি। দুটি দেশেই আমার কেটেছে পুরো তারুণ্যটাই।



জাতিতে জাতিতে বিভেদ, শত্রুতা, রেষারেষী, হানাহানী, সংঘাত ও যুদ্ধ চলছে স্মরণাতীত কাল থেকেই। আবার জাতিতে জাতিতে বন্ধুত্ব, বিশ্বাস, ভালোবাসা ইত্যাদিও চলছে অনাদিকাল থেকেই। কোনটি ভালো? সংঘাত না বন্ধুত্ব? যুদ্ধ না শান্তি? এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছে সাধারণ মানুষ থেকে শুরু করে দার্শনিক পর্যন্ত সবাই। ইউক্রেন ও রাশিয়ায় কাটানো আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আমিও কিছুটা চেষ্টা করবো এই উত্তর খুঁজতে।



১৯৮৯ সালের আগস্ট মাসের এক শান্ত সকালে পা রেখেছিলাম সেই সময়ের প্রবল প্রতাপশালী শক্তিধর রাষ্ট্র পরাশক্তি সোভিয়েত ইউনিয়নে। ঢাকার মাটি ছেড়ে নীল আকাশে হারিয়ে গিয়ে দশ ঘন্টা উড্ডয়নের পর বিমান থেকে বেরিয়ে মস্কোর শেরমিতোভা আন্তর্জাতিক বিমান বন্দরের অত্যাধুনিক টার্মিনাল ভবনে নেমে তার জমকালো সৌন্দর্য্যে তাক লেগে গিয়েছিলো। তারপর বিমানবন্দর থেকে বেরিয়ে পরাশক্তির কেন্দ্রস্থল গ্র্যান্ড মস্কো শহরের শোভায় চোখ ধাঁধিয়ে গিয়েছিলো। গাছ আর গাছ, বাগান আর বাগান, প্রকৃতি মাতার নিপুন তুলির আঁচড় আর রাশান কনস্ট্রাকটিভিজমের প্রভায় নিখুঁত দক্ষতায় নির্মিত সব দালান-কোঠা, এই দুয়ের সমন্বয়ে গড়ে ওঠা বিশাল নগরীটিকে মনে হয়েছিলো অতুলনীয়।



ঢাকা শহরে তখন আমরা কোন ফ্লাইওভারই দেখিনি। শাহবাগ, লালবাগ, গোপীবাগ, মালিবাগ, মধুবাগ, শান্তিবাগ নানান রকম বাগীচায় ছেয়ে থাকা ঢাকার সব বাগান বিলুপ্ত হয়ে কেবল নাম সর্বস্ব হয়ে থাকা ঢাকা অনেক আগেই শ্রীহীন হয়ে গিয়েছে। সেই শহরের বাসিন্দা হঠাৎ করেই গার্ডেন সিটি মস্কোকে দেখে মুগ্ধ না হয়ে পারিনি।



বিশাল মস্কোর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় 'মস্কো স্টেট ইউনিভার্সিটি'। বিশ্ববিদ্যালয়ের গগনচুম্বী অট্টালিকাটির ঠিক বিপরীতে অবস্থিত ইউনিভার্সিটি হোটেলে কাটালাম দুদিন। সেখানকার হৃদয়বান বড় ভাইয়েরা ঘুরে দেখালেন ঐশ্বর্য্যমন্ডিত ইতিহাসখ্যাত মস্কো শহরের দর্শনীয় স্থানগুলো। রেড স্কয়ার থেকে শুরু করে লেনিনের সমাধী হয়ে অলিম্পিক স্টেডিয়াম পর্যন্ত কিছুই বাদ দেয়া হয়নি। তবে সেবার ঐ সিটিতে থাকা হয়নি। অপরূপ মস্কো সিটি থেকে বিদায় নিতে হয়েছিলো । তখনকার রীতি অনুযায়ী আগত বিদেশী ছাত্রদের ছড়িয়ে দেয়া হতো বিশাল সোভিয়েত ইউনিয়নের আনাচে-কানাচে। ভাষা শিক্ষা কোর্স করার জন্য আমাকে পাঠানো হয়েছিলো জর্জিয়ার রাজধানী তিবিলিসি শহরে।



পরবর্তি একটি বছর রুশ ভাষা শিখে ও হেসে-খেলে আমার সময় কেটেছিলো স্নিগ্ধতায় ভরা ককেশাস পাহাড়ের কোলে। রীতি ছিলো, ল্যাংগুয়েজ কোর্স পাশ করার পর মূল বিষয়ে পড়ার জন্য ছাত্র-ছাত্রীদের আরেক দফা ছড়িয়ে দেয়া হতো সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তিবিলিসি স্টেট ইউনিভার্সিটির ল্যাংগুয়েজ কোর্স ডিপার্টমেন্টের সমাপান্তে, আমাকে একদিন ডাকলেন ডেপুটি ডীন আলেকজান্ডার স্যার (আমরা নামের সংক্ষেপ করে উনাকে ডাকতাম সাশা)। সবগুলো ইউরোপীয় ভাষায় পারদর্শী সাবেক বিমান বাহিনী কর্মকর্তা হ্যান্ডসাম হিরো এই শিক্ষক আমাদের মাঝে বেশ জনপ্রিয় ছিলেন। স্যার আমাকে ডেকে বললেন, "তোমার জন্য দুটি অপশন রয়েছে, চাইলে তুমি আমাদের বিশ্ববিদ্যালয়েই থেকে যেতে পারো, আর তা নইলে তোমাকে যেতে হবে ইউক্রেনের 'খারকোভ স্টেট ইউনিভার্সিটিতে'। সিদ্ধান্ত নেয়ার জন্য আমি এক মিনিট ভাবলাম। জর্জিয়া আমার দেখা হয়ে গিয়েছে। আবার এখানেই থেকে না গিয়ে বরং ইউক্রেন চলে যাই। তাহলে আরো একটি দেশ ও জাতি দেখা হবে। চটজলদি উত্তর দিলাম, "ইউক্রেন যাবো।" স্যার আমার দিকে এক মিনিট নীরব তাকিয়ে রইলেন। কি ভাবছিলেন জানিনা। হয়তো স্যার চাইছিলেন আমি উনার ইউনিভার্সিটিতেই থেকে যাই। অথবা স্যার আমার মনোভাব পড়তে চাইছিলেন। জানিনা কেন। যাহোক একটু পড়ে মৃদু হাসি খেলে গেলো সুদর্শন সাশার ঠোটে। যদিও তিনি জর্জিয়ায় থাকতেন, কিন্তু জাতিগত পরিচয়ে তিনি ছিলেন রুশ। স্যার বললেন, "ঠিক আছে তোমার যা ইচ্ছে।"





১৯৯০ সালের এক শান্ত বিকেলে আমি তিবিলিসি ছাড়লাম। উড্ডয়নের পরপর বিমানটি বিস্তৃত ককেশাস পর্বতমালার উপর দিয়ে উড়ে উড়ে একসময় ঢুকে পড়লো ইউক্রেনের আকাশ সীমায়। ঘন্টা দুয়েক পড়ে সফল অবতরন করলো খারকোভ বিমানবন্দরে। যখন এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম তখন সেখানে গ্রীস্মের উষ্ণ সন্ধ্যা।



(চলবে)

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৭

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: bhaiya next blog post korar por must amake ektu janaben...eita dabi apnar kase...lelin shomporke what they think now and how is their political view now eta o likhben apnar blog e....they know our country????? plz shob kisu likhben blog e.....thanks.

১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

রমিত বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আপনার মন রক্ষা আমি অবশ্যই করবো। আপনি যা যা লিখতে বলেছেন সব লিখবো।
ভালো থাকবেন।

২| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

তূর্য হাসান বলেছেন: সিরিজটা উপভোগ হবে মনে হচ্ছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ। পরের পর্ব দ্রুত দেয়ার চেষ্টা করবো।

৩| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০

রবিউল ৮১ বলেছেন: এতো ছোট পর্ব কেনো?পরের পর্বের অপেক্ষায় রইলাম।

১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

রমিত বলেছেন: সময়ের অভাবে। পরের পর্ব বড় দিবো।

৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:২১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: চলুক।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

রমিত বলেছেন: ধন্যবাদ

৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৬

ভ্রমন কারী বলেছেন: অনেক ভ্রমন কাহিনী পড়েছি, কিন্তু রাশিয়া ভ্রমনের কাহিনী মনে হয় পড়া হয় নাই। আপনার পোষ্ট পেয়ে অনেক ভালো লাগলো।

রাশিয়া সম্পর্কে আমার বেশ আগ্রহ, বিশেষ করে সভিয়েত আমলের রাশিয়া । এবার মনে হয় আমার চাহিদা অনেকটাই মিটবে।

একটা অনুরোধ, ভ্রমন কাহিনীর পোষ্ট বেশীর ভাগ সময়ই খুব বেশী জনপ্রীয় হয়না :(( তাই প্লিজ অল্পতেই হতাশ হবেন না। কারন এই ধরনের পোষ্ট আমার মত কিছু লোক অ-নে-ক আগ্রহ নিয়ে পড়ে। আর অনেক দিন টিকে থাকে। হয়তো মন্তব্য বেশী পাবেন না, কিন্তু আপনার পোষ্ট অনেক দিন পর্যন্ত পাঠকরা পড়বে। একান্তই ব্যক্তিগত মতামত, কিছু মনে করবেন না।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২০

রমিত বলেছেন: আপনার উৎফুল্ল ও দীর্ঘ মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসলে রাশিয়া আর ইউক্রেনের মধ্যকার বর্তমান বিরোধপূর্ণ ঘটনা দেখে খুব ব্যাথিত হয়েছি। এর কিছুটা আমি ওখানে থাকতেই আঁচ করেছিলাম।
সেই অনুভূতি থেকেই লিখতে বসেছি।

রাশিয়া ও ইউক্রেন নিয়ে আমার একাধিক লেখা ও গল্প এই ব্লগেই রয়েছে। (রেইনা, বিষন্ন বিরিওজা, রৌদ্রছায়ার লুকোচুরী, লিস্টনিং টু দ্যা উিন্ড অব চেইঞ্জ, ইত্যাদি)। সময় করে পড়তে পারেন।

ভালো থাকুন। আপনার শুভ কামনা করছি।

৬| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৪

চুক্কা বাঙ্গী বলেছেন: পোস্টটা পড়লাম। ভাল লাগলো। কিছু মনে না করলে একটা ছোট সাজেশন দিতে চাই। আপনার পরবর্তী পোস্টে আপনার তখনকার তোলা কিছু ছবিও যোগ করে দিতে পারেন। ছবি সহ ভ্রমন পোস্ট পড়তে বেশী ভাল লাগে।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২২

রমিত বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার সাজেশনটিও সুন্দর। আমি পরবর্তিতে ছবি যোগ করবো।

অনেক আগে একটি ছবি ব্লগ দিয়েছিলাম।

ভালো থাকুন।

৭| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

অদীত বলেছেন: অনেক দিন পর ভালো একটা পোস্ট পেলাম। শুভকামনা রইল।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২০

ধানের চাষী বলেছেন: ব্লগার "শেরজা তপন" এর লেখাগুলো পড়ে রাশিয়ার অনেক কিছু জানতে পেরেছি, আপনার লেখা আবারো আগ্রহী করে তুলেছে।

রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন এর লেখাগুলো আরো বিস্তারিত দিলে ভালো হয়। খুঁটিনাটি সব বিষয়গুলো পড়তে বেশ ভালো লাগে।

নিয়মিত চালিয়ে যান লেখা ........ :)

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৯| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯

মধুমিতা বলেছেন: অনেক ভাল লাগল। আশা করি হঠাৎ করে থেমে যাবেন না। লেখার মাঝে ছবি দিলে আরো ভালো লাগবে।

ভালো থাকবেন।

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮

রমিত বলেছেন: পরবর্তিতে ছবি দিব। আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, পড়তে দারুণ লাগছে, অনেক কিছু জানছি... :)

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.