নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ভালোবেসে তোমায় আমি কবি হবো
---------------------------- ড. রমিত আজাদ
ভালোবেসে তোমায় আমি কবি হবো,
রাজহংসীর পালক কাটা কলম হবো,
সেই কলমের আঁচড় চেরা কাগজ হবো,
সেই কাগজে ফুটিয়ে তোলা কাব্য হবো,
সেই কবিতায় তোমার-আমার গল্প হবো।
তোমার ব্যাথায় দুঃখ পেয়ে দুঃখী হবো
তোমার পায়ে ফুটলে কাটা,
অষ্টপ্রহর কেঁদে আমি আকুল হবো
যখন তুমি হাসবে এসে বকুল বনে,
জোৎস্নাঝড়া তোমার হাসির মুক্তোগাঁথা মালা হবো।
বৃষ্টি ঝড়া দিনের শেষে, শ্রাবন থেকে প্লাবন হবো,
তোমার মনের গহীন বনে, সবুজ ঘাসের জমিন হবো,
এই ভাবনার খাতা কলম, শব্দমালার জাল বুনিয়ে জেলে হবো,
তোমার শাড়ীর নকশা কাটা শিমুল ফুলের বাগান জুড়ে মালি হবো,
তোমার হাটার ছন্দ তোলার, পথের পাশে ছড়িয়ে থাকা ধুলি হবো।
তোমার পাশে বসে থাকা বিকেলগুলোর সমীর হবো,
তোমায় নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখায় মগ্ন হবো,
তুমি বিহীন রাত্রিগুলোয় নীরব চোখের অশ্রু হবো
সঙ্গী তোমার হতে গিয়ে ব্যর্থ হলেও, নিদেনপক্ষে কবি হবো
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সঙ্গী তোমার হতে গিয়ে ব্যর্থ হলেও, নিদেনপক্ষে কবি হবো !!
হাহাহা ভালো লেগেছে , ভালো লেগেছে
৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০২
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৩| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭
বটবৃক্ষ~ বলেছেন:
অসাধারন!!!
ছন্দটা বেশি অসাধারন!!!
মুগ্ধতা একরাশ!!!!!!!!!
নিদেনপক্ষে কবি হবো!!
কবিতায় ভাললাগা নিরন্তর.।.।.।.।।
৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৪| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক সুন্দর একটি কবিতা। সাবলীল। প্রতিটি লাইন যেমন কথা বলে------------
৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২০
রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৫| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২১
রমিত বলেছেন: পোস্টটি নির্বাচিত পাতায় দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৬| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৪
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত +++
৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১২
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১১
বাকপ্রবাস বলেছেন: ++++++++++++++খুবই হবেন বুঝা যাচ্ছে, দারুণ
৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৩
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ
৮| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৩
বোধহীন স্বপ্ন বলেছেন: ভালোবেসে তোমায় আমি কবি হবো,
সঙ্গী তোমার হতে গিয়ে ব্যর্থ হলেও, নিদেনপক্ষে কবি হবো
৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৩
রমিত বলেছেন: ধন্যবাদ।
৯| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
অরুদ্ধ সকাল বলেছেন: সুন্দর
৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
রমিত বলেছেন: ধন্যবাদ
১০| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
অরুদ্ধ সকাল বলেছেন: সুন্দর
৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
রমিত বলেছেন: ধন্যবাদ
১১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৪
বৃষ্টিধারা বলেছেন: চমৎকার.....
৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
রমিত বলেছেন: ধন্যবাদ
১২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:২৭
তৌফিক মাসুদ বলেছেন: দারুন অনুভূতির প্রকাশ।
৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৫
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
১৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
+++++
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪
রমিত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।