নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ক্ষমার অযোগ্য আমি!
---------------- ড. রমিত আজাদ
বিন্দু বিন্দু বৃষ্টির ফোটা যখন গড়িয়ে পড়ে
সদ্যস্নাত নীল আকাশের পটভূমিতে,
অলিন্দের কার্নিশ বেয়ে,
আমি অনুভব করি তোমার কান্নার শব্দ,
যে অশ্রু তুমি ঝড়িয়েছিলে আমার বিরহে,
সেই বিরহে আজও জাগে ব্যাথা বুকের গহীনে,
বৃষ্টি তখন আর বৃষ্টি থাকেনা,
তোমার অশ্রুবারি হয়ে নোনাজল সিক্ত করে আমার শরীর,
না না না প্রিয়তমা আমার, তোমার এক ফোটাও দোষ নেই,
ঐ বিরহের শতভাগ দায় কেবলই আমার।
তুমি ক্ষমা করে দিলেও দিতে পারো,
কিন্তু আমি জানি, ক্ষমার অযোগ্য আমি!
©somewhere in net ltd.