নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

অবশেষে চিতা জ্বলবে

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

অবশেষে চিতা জ্বলবে

----------------- ড. রমিত আজাদ



কি হলো হঠাৎ করে?

জ্যামের শহরটি প্রসারিত হতে হতে

এখন কি সমগ্র দেশটিকে গ্রাস করে ফেলেছে?

কোথাও একবিন্দু গতি নেই,

স্থবির হয়ে আছে যেন

সকল বাস-ট্রাক-স্কুটার,

গরীবের বাহন রিকশা,

এমনকি উর্ণনাভের মতো জাল বিস্তার করা

ধনকুবেরের সুদর্শন মার্সিডিজ বেঞ্জ।



দেশটি কি জ্ঞান হারিয়ে উপুড় হয়ে পড়ে আছে?

না কি পেরমিনিডাসের কথাই সত্য,

"স্থান-কাল-এ্যাটম-গতি বলতে কিছু নেই,

চতুর্দিকে যা দেখি সবই ইলিউশন।"



যান থেকে নেমে হাটতে শুরু করলাম,

এই স্থবির জনারণ্যে,

আমাকে যে গন্তব্যে পৌছাতে হবে যথাসময়ে!

গতিহীন এই চরাচর নিশ্চল তবু

কয়েক কোটি হর্ণ বাজছে গুমোট বিরক্তিতে।

সেই বিকট আওয়াজে বিদির্ণ হয়ে যাচ্ছে খোলা আসমান,

এ কি সেই সিঙ্গার ভয়ঙ্কর ধ্বনি,

যা তছনছ করে দিতে চাইছে স্বর্গ-মর্ত-পাতাল?



আরো অনেকটা পথ এগিয়ে গেলাম,

যেমন এগিয়ে যায় সার্চলাইটের আলো,

হ্যাঁ ঐ তো সেই জ্যামের কারণ,

একদল বিধ্বস্ত মানুষ কাঁধে নিয়েছে সেই নিশ্চল দেহটিকে,

গতি শুধু একটিই আজ,

অন্ধকার শশ্মানের পথে,

'অবশেষে চিতা জ্বলবে'!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনবদ্য +++

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০২

রমিত বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++
আশাকরি এমনটা যেন না হয় :-&
কেমন আছেন ?

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ। আমি ভালো আছি। ঈদ মোবারক! ঈদ কেমন করলেন?

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:১৪

সাকি বিল্লাহ্ বলেছেন: ভাল লাগল । +++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৮

লেখোয়াড় বলেছেন:
ভাল লাগল।
++++++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

রমিত বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.