নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
কাঁধে আলতো করে এলিয়ে দেবে মাথাটি
------------------------------------- ড. রমিত আজাদ
তখন আকাশে জোয়ার, ভরা জোৎস্নার,
বাগানের থোকা থোকা হাসনা হেনা ফুলগুলো
অদ্ভুত সুবাশ ছড়িয়ে দক্ষিনা হাওয়ায়
আন্দোলিত হবে পাঁপড়িতে পাঁপড়িতে ।
আমি একা ছাদে পায়চারি করে অপেক্ষা করবো,
তুমি সন্তপর্নে সিঁড়ি বেয়ে উঠে যাবে খালি পায়ে,
যেন কেউ তোমার পায়ের শব্দ শুনতে না পায়।
কেবল আমার ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পারবে, তুমি আসছো।
তোমার পড়নে থাকবে ফিরোজা নীল শাড়ী,
গলায় গোলাপী মুক্তোর মালা,
আমার কাঁধে আলতো করে এলিয়ে দেবে মাথাটি পরম অনুরাগে,
আমি আলিঙ্গনের আবেশে জড়াবো তোমার মন,
- এমন একটি দৃশ্যের স্বপ্ন দেখি অনেক দিন যাবৎ।
কেউ কি আমার এ স্বপ্ন সত্যি করে দেবে?
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৯
রমিত বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সুন্দর ৷
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫২
রমিত বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা +++
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৬
ডি মুন বলেছেন: - এমন একটি দৃশ্যের স্বপ্ন দেখি অনেক দিন যাবৎ।
কেউ কি আমার এ স্বপ্ন সত্যি করে দেবে?
বাহ, কবিতায় ভালো লাগা রইলো।
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৪
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
৫| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৯
রমিত বলেছেন: কবিতাটি নির্বাচিত পাতায় দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৬| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৮
রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৪
অন্ধবিন্দু বলেছেন:
লেখাটি ভালো লাগলো।