নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

তোমার শেষ চিঠি

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯

তোমার শেষ চিঠি

-------------- ড. রমিত আজাদ



প্রিয়তমা আমার,

তোমার শেষ চিঠিটি তুমি আমাকে ঠিক কবে লিখেছিলে,

এখন আমার আর ঠিক মনে পড়ছে না।

তবে হ্যাঁ, ঐ চিঠিটি এখনও স্পষ্ট আমার চোখে ভাসে,

যেখানে তুমি লিখেছিলে, "এটিই আমার শেষ চিঠি। আমি তোমাকে আর কোন চিঠি লিখবো না, কারণ আমি আর তোমার নই।"

চিঠি নয়, মাথায় আকাশ ভেঙে পড়েছিলো,

শব্দের পিঠে শব্দ জুড়ে দেয়া কয়েকটি বাক্য নয়,

গগন বিদারী কোন বজ্রধ্বনি শুনতে পেয়েছিলাম যেন।

ক্ষীণ হতে হতে প্রায় মিলিয়ে যাওয়া স্মৃতির ধুলি সরিয়ে আরো মনে করতে পারি,

ঐ চিঠিটি তোমার শেষ চিঠি ছিলনা,

এর পরেও আরো কয়েকটি চিঠি তুমি আমাকে লিখেছিলে।

অপরের বাহুডোরে থেকেও,

ঐ কয়েকটি চিঠি তুমি কেন আমাকে লিখেছিলে,

নিজেকে কি কখনো সেই প্রশ্নটি করেছ?

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

রমিত বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

রমিত বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০২

বাংলার পাই বলেছেন: চিঠি নয়, মাথায় আকাশ ভেঙে পড়েছিলো,
শব্দের পিঠে শব্দ জুড়ে দেয়া কয়েকটি বাক্য নয়,
গগন বিদারী কোন বজ্রধ্বনি শুনতে পেয়েছিলাম যেন।
ক্ষীণ হতে হতে প্রায় মিলিয়ে যাওয়া স্মৃতির ধুলি সরিয়ে আরো মনে করতে পারি,
ঐ চিঠিটি তোমার শেষ চিঠি ছিলনা,
-------------------------চমৎকার কবিতা। অনেক অনেক শুভেচ্ছা রইলো কবি।

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

রমিত বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

রমিত বলেছেন: ধন্যবাদ

৫| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

আপেক্ষিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভাল লাগা রইল স্যার :)

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৭| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২১

অপূর্ণ রায়হান বলেছেন: চিঠি লেখা / পাওয়া অন্যরকম কিছু একটা ছিল , অনেকটা যেন অনুভূতিগুলোকে ছুঁয়ে দেখা যেত :(
মিস করি চিঠি লেখা :(
কবিতায় ভালোলাগা ++++
ভালো থাকবেন ভাই ।

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই।

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩

রমিত বলেছেন: আমার লেখা চারটি ই-বুক বেরিয়েছে। সময় হলে পড়তে পারেন। নীচের লিংকে পাবেন

http://allfreebd.com/dr-ramit-azad-ebooks/

৮| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: আপনার লেখা সবসময়ই ভালোলাগে :) পড়ব আশারাখি :)

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯

রমিত বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.