নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
পিঙ্গলনয়না -২
---------------ড. রমিত আজাদ
ভীরু-শিহরণা, পিঙ্গলনয়না
মৃদু অভিমনা, স্বপ্ন-চয়না,
কেঁদে যায় তব গীত-সুর
মৌন মুখেতে, রাত্রী-নিশীথে
তন্দ্রা ভাঙিছে, চন্দ্রা জাগিছে,
বিরহের গান বেদনা-বিধুর।
বলতে গিয়েও থমকে দাঁড়াও,
প্রকাশ ছেপে, দৃষ্টি এড়াও,
অধীরতায় ওষ্ঠ কাঁপে,
বক্ষমাঝে কান্না চাপে।
তোমার মনের মাঝে ফুঁসছে আশা
বুকের মাঝে ভয়,
কুল ভেঙেছে সাগর তীরে,
হৃদয় নীড়ে নয়।
ইরাণী-গোলাপ, মনের প্রলাপ
চাপছো কেন মনে?
বলেই ফেলো শেষ বেলাটায়,
দোলা লাগাও বনে।
কি ভাবছো? কাকে বলি? ঠিক কি হবে বলা?
তিনি যে হন, অন্য কারো, পরের গলার মালা!
কুমারী মন, হয় উচাটন,
খুলে দিয়ে দূর বাতায়ন,
একা একাই হাসে-কাঁদে
ছবি আঁকে, রাতের চাঁদে,
প্রিয়জনের সুদূর কায়া,
কেমন মধুর স্বপ্ন ছায়া।
পাবোনা জানি, তুমিও বোঝনি
তোমারই মতো, গোপনে আপনি
বেসেছি তোমায় ভালো,
বুকের গভীরে, মনের নীবিড়ে
জ্বেলেছি প্রেমের আলো।
ওগো শরৎের পরী,
চলো অভিসারী,
শরৎের সাদা বনে।
একুল-ওকুল শরৎের কাঁশফুল
নদীর তীরেতে, সুধীর তরীতে
নতুন করিয়া, করিব তব
অতি পুরাতন সেই,
শত জনমের ভুল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯
নুরএমডিচৌধূরী বলেছেন:
ওগো শরৎের পরী,
চলো অভিসারী,
শরৎের সাদা বনে।
একুল-ওকুল শরৎের কাঁশফুল
নদীর তীরেতে, সুধীর তরীতে
নতুন করিয়া, করিব তব
অতি পুরাতন সেই,
শত জনমের ভুল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ
৩| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৬
অন্ধবিন্দু বলেছেন:
“তোমার মনের মাঝে ফুঁসছে আশা
বুকের মাঝে ভয়,
কুল ভেঙেছে সাগর তীরে,
হৃদয় নীড়ে নয়।”
বাহ্ বেশ তো !
০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৮
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++
চমৎকার প্রকাশ রমিত'দা
ভালো থাকবেন সবসময়
০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অপূর্ণ!
৫| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭
আমিনুর রহমান বলেছেন:
বেশ হয়েছে +
০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫
এহসান সাবির বলেছেন: দারুন।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:৪৩
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: তোমার মনের মাঝে ফুঁসছে আশা
বুকের মাঝে ভয়,
কুল ভেঙেছে সাগর তীরে,
হৃদয় নীড়ে নয়।